সংক্ষিপ্ত

সকাল সকাল ভূমিকম্পের আতঙ্কে ঘুম ভাঙল শহরবাসীর।

সকাল সকাল ভূমিকম্পের আতঙ্কে ঘুম ভাঙল শহরবাসীর। সকাল ঠিক সাড়ে ৬টা নাগাদ আতঙ্ক জেগে ওঠা শহরবাসী। ঘরে ঝুলে থাকা ফ্যান দুলে ওঠে। এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল। জার জেরে জোড়াল কাঁপুনি অনুভব করে শহরবাসী। জানা গিয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পরে ৭.১।

অবাক করার বিষয় হল শুধু ভারত নয় এই কম্পন অনুভূত হয়েছে মোট ৫ দেশে। নেপালের গোকর্নেশ্বর এলাকার লোবুচ থেকে আরও ৯০ কিমি উত্তর-পূর্ব হল এই ভূমিকম্পের প্রধান উৎসস্থল। এর জেরে শুধু কলকাতা নয় বিহারেও জোড়ালো কম্পন অনুভূত হয়েছে।

 

শুধু বিহার কলকাতা নয় এই আতঙ্ক ছড়িয়েছে দিল্লির অনসিআরেও। এছাড়া ভারত, নেপাল-সহ চিন, ভুটান, বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়।প্রবল কম্পনের জেরে কেঁপে ওঠে এই গোটা এলাকা।তবে ক্ষয়-ক্ষতির কোনও খবর এখনও মেলেনি। সকাল সকাল এত বড় এলাকা-জুড়ে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তরবঙ্গে ২ বার এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।