সংক্ষিপ্ত
আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক কেলেঙ্কেরির তল পেতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির আধিকারিকরা হানা দেয় সন্দীপ ঘনিষ্ট এক ব্যবসায়ীর বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয়েছে প্রচুর সোনা আর নগদ টাকা। যার হিসেব দিতে ব্যর্থ ব্যবসায়ী- তেমনই দাবি করেছে ইডির একটি সূত্র।
সূত্রের খবর, সল্টলেকের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। ব্যবসায়ীর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে রাশিকৃত টাকা আর ৭ কেজি সোনা। যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
শুক্রবার সন্ধ্যায় সল্টলেকের বিই ব্লকের বাসিন্দা স্বপন সাহার বাড়িতে হানা দিয়েছিল ইডি। স্বপন সন্দীপের ঘনিষ্ট হিসেবেই পরিচিত। সন্দীপকে জিজ্ঞাসাবাদ করেই স্বপনের নাম ও ঠিকানা পেয়েছে বলেও সূত্রের খবর। সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর সম্পত্তি উদ্ধার করেছে ইডি। সেগুলির উৎস সন্ধান পেতে মরিয়ে চেষ্টা করেছে তদন্তকারীরা। সূত্রের খবর বিপুল অঙ্কের নগদ টাকা রাখা ছিল তাঁর বাড়িতে। স্বপনের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে ইডি।
শুক্রবার সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত স্বপনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। শনিবার কেন্দ্রীয় এজেন্সির থেকে জানা যায়, সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাত কেজি সোনা আর পাঁচ কোটি টাকা নগদ। স্বপনের বাড়ি থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেও সূত্রের খবর।
আরজি করের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে সন্দীপ ঘোষের বিলুপ পরিমাণ সম্পত্তির সন্ধান পেয়েছে ইডি। বেলেঘাটায় জোড়া ফ্ল্যাট, হাতিয়াড়ার একটি বড় বাড়ি, ক্যানিংএ খামারবাড়ি। যার অধিকাংশই কালো টাকায় তৈরি বলেও মনে করেছেন তদন্তকারীরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।