যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা জেড ক্যাটাগরিতে উন্নীত। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘেরাও ও ভাঙচুর।
ফের কদিন ধরে উত্তপ্ত যাদবপুর। এই পরিস্থিতিতে নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল নবান্ন। জানা গেল এমনটা।
বেশ কদিন ধরে খবরে যাদবপুর। ফের অশান্তি শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার মধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় বাম ছা্র সংগঠন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্লোগানও তোলে। এই ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ বেশ কিছু শিক্ষক হেনস্থার শিকার হন।
ওয়েবকুপা দাবি করেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে পরিকল্পনা করেই হামলা করা হয়েছে। ব্রাত্য় বসু ওয়েবকুপার সভার জন্য যাদবপুরে যাওয়ার পরই উত্তেজনা আরও বাড়ে। তাঁর সভাস্থলে বিক্ষোভকারীরা ঢুকে পড়ের। বেরনোর সময় তাঁর গাড়়ি ঘিরে বিক্ষোভ দেয়া ছাত্ররা। অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। আহত হন শিক্ষামন্ত্রী। এদিকে এদিনের বৈঠক ছিল অধ্যাপকদের। গোটা রাজ্য থেকে এসেছিল অধ্যাপকরা উপস্থিত হন। সেখানেই ঘটে এমন অপ্রীতিকর ঘটনা।
যাদবপুর কাণ্ডের জল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কলকাতা হাইকোর্টে। পুলিশি বিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। মোট ৪৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা বেড়েছে শিক্ষামন্ত্রীর। তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল নবান্ন।
এদিকে যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। উপাচার্যকে দেখতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাঁকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। আমি ওনাকে দেখতে এসেছিলাম। ডাক্তার নিজেই বললেন, কোনওরকম মানসিক চাপ দেওয়া যাবে না। স্ট্রোক হয়ে গিয়েছে। হার্টের অবস্থা ভালো নয়। আমি সবপক্ষকে অনুরোদ করব, উপাচার্যের জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তাঁর সঙ্গে করা হয়। এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে এখনও উত্তপ্ত যাদবপুর প্রাঙ্গন।
