সাড়ে ৪ ঘণ্টার টানা জেরা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে, 'ইডি-র তলব' নয়, নিজেই এসেছেন!

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা পরেশ অধিকারীকে সোমবার টানা চার ঘণ্টা ধরে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগেই তাঁকে তলব করা হয়েছিল।

/ Updated: Nov 07 2022, 10:59 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা পরেশ অধিকারীকে সোমবার টানা চার ঘণ্টা ধরে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগেই তাঁকে তলব করা হয়েছিল। এদিন দুপুর ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান প্রাক্তন মন্ত্রী। সূত্রের খবর তারপর থেকেই তাঁকে টানা জেরা করা হয়। বিকেল সাড়ে চারটে নারাদ মুক্তি পান তিনি। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরেশ অধিকারী বলেন, তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি সিজ করেছিল ইডি। সেগুলি খতিয়ে দেখার জন্যই তাঁকে ডেকে পাঠান হয়েছিল। সূত্রের খবর আবারও তাঁকে ডাকা হতে পারে। সেই বিষয় ইডি পরবর্তীকালে নোটিশ দিয়ে জানাবে।