শুরু হয়েছে কলকাতা বইমেলা। দীর্ঘদিন ধরে কলকাতা বইমেলায় অন্যতম বৃহৎ স্টল বাংলাদেশের জন্য বরাদ্দ থাকত। তবে এবারের বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন নেই।

কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সদনের উল্টোদিকে মোহরকুঞ্জে প্রতি বছর বাংলাদেশ বইমেলা দেখা গিয়েছে। কলকাতা বইমেলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় স্টল বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশের বইগুলির দাম অনেক বেশি। অথচ বাংলাদেশে কোনও বইমেলায় পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত বই বিক্রির ব্যবস্থা করা হয়নি। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের স্টল নেই। এই বিষয়টি নিয়ে বইপ্রেমীদের মধ্যে তর্ক-বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন জানালেন তসলিমা নাসরিন। বাংলাদেশের এই লেখিকা তাঁর নিজের দেশের মানুষকে তীব্র আক্রমণ করেছেন। পশ্চিমবঙ্গের কাছ থেকে বাংলাদেশ উদারতা শিখতে পারেনি বলেও কটাক্ষ করেছেন তসলিমা।

সোশ্যাল মিডিয়া পোস্টে সরব তসলিমা

ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তসলিমা লিখেছেন, 'এবারের কলকাতা বইমেলায় 'বাংলাদেশ প্যাভিলিয়ন' নেই। বাংলাদেশের বইমেলায় কোনওদিন কি 'পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন' থাকে? থাকে না। থাকে না, কারণ থাকাটা নিষিদ্ধ। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত কোনও বইও বাংলাদেশের বইমেলায় থাকে না। থাকে না ব্যাপারটা এখন 'তুমিও যাবে না, আমিও যাবো না, বুঝলে নটবর' গোছের হয়েছে। আমি উদারতায় বিশ্বাসী। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তার মেলায় এতকাল ঢুকতে না দিলেও পশ্চিমবঙ্গ বাংলাদেশকে ঢুকতে তো দিয়েছেই, রীতিমত জামাই আদরে রেখেছে। পশ্চিমবঙ্গের নিঃস্বার্থ ভূমিকা প্রশংসার দাবিদার। কিন্তু এত উদারতা দেখেও উদারতা শেখেনি বাংলাদেশ। কিছু লোক আছে, অন্যের বাড়িতে বছরের পর বছর নেমন্তন্ন খেয়ে বেড়ায়, কিন্তু অন্যকে কখনও নিজের বাড়িতে নেমন্তন্ন করে না। এমন বন্ধু কিন্তু থাকার চেয়ে না থাকাই ভাল। আগে উদারতা শিখুক, সমতা শিখুক, তারপর না হয় হাতে হাত রাখা যাবে।'

সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক

কলকাতা বইমেলায় এত বছর ধরে বাংলাদেশ প্যাভিলিয়নে বেশি ভিড় দেখা যেত। বাংলাদেশের বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রতিনিধিরা আসতেন। আরও অনেক স্টলেই বাংলাদেশ থেকে প্রকাশিত বই বিক্রি হত। কিন্তু এবার বাংলাদেশ প্যাভিলিয়ন নেই। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পরস্পর-বিরোধী মত শোনা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'কলকাতা বইমেলা দেশের সেরা' উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী ।উদ্বোধনী মঞ্চ থেকে দিলেন একাধিক বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬টি বই প্রকাশ বইমেলা, বিক্রি নিয়ে মুখ খুললেন প্রকাশকরা

বইমেলা উপলক্ষ্যে চলবে বাড়তি মেট্রো, কমবে দুই মেট্রোর মাঝের ব্যবধানও