সংক্ষিপ্ত

বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ের জায়গায় আগুন লাগে বলে খবর। ইতিমধ্যেই বিমানবন্দর থেকে বের করা হয়েছে যাত্রীদের।

বুধবার রাতে আচমকাই দুর্ঘটনা। কলকাতা বিমানবন্দরে লাগল আগুন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রাত ৯টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন লাগে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ের জায়গায় আগুন লাগে বলে খবর। ইতিমধ্যেই বিমানবন্দর থেকে বের করা হয়েছে যাত্রীদের। ভিস্তারার কনভেয়ার বেল্টের পাশে আগুন লাগে প্রথমে, সেখান থেকে ছড়িয়ে পড়ে। শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান। এই মুহূর্তে ৩টি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে বিমানবন্দরের সেন্ট্রাল এসি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি খুলে দেওয়া হয়েছে সমস্ত দরজাও। দমকল সূত্রে জানা যাচ্ছে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু, কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে পুরো বিমানবন্দর। আস্তে আস্তে কালো ধোঁয়ার প্রকোপ কমছে।  ইতিমধ্যেই স্পাইস জেট থেকে শুরু কর ইন্ডিগো এবং বেশি কিছু বিমান সংস্থা তাদের উড়ানের সময় পিছিয়ে দিয়েছে। বহু উড়ান বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনও যাত্রীকে।

বিস্তারিত আসছে….