সংক্ষিপ্ত

কীভাবে আগুন লাগল, সে বিষয়টি এখনও বুঝতে পারেননি দমকলের কর্মীরা। স্টুডিয়োর ভেতরে থাকা প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

রবিবার সাত সকালে কালো ধোঁয়ায় ঢেকে গেল টালিগঞ্জ এলাকা। ছুটির সকালে এই দুর্ঘটনায় হতবাক এবং আতঙ্কিত সাধারণ মানুষ। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে, কিন্তু, কীভাবে আগুন লাগল, সে বিষয়টি এখনও বুঝতে পারেননি দমকলের কর্মীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে দমকলের ৩টি ইঞ্জিন।

রবিবার ভোর বেলা টালিগঞ্জের বিখ্যাত এনটি ওয়ান স্টুডিয়োর ভেতরের অংশ দাউদাউ করে জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। দমকল তাড়াতাড়ি পৌঁছে গেলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা প্রচুর প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় পকেট ফায়ার চিহ্নিত করে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে চলেছেন দমকল কর্মীরা।

স্টুডিয়োর আশপাশের এলাকা যথেষ্ট ঘনবসতিপূর্ণ, ফলে এখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন-

‘ছায়াসঙ্গী’-র নামেই রিসর্ট কিনেছিলেন শান্তনু, গাড়ি কিনেছিলেন স্ত্রী-এর প্রোমোটিংয়ের ব্যবসার অংশীদারের নামে

রবিবার কলকাতায় পেট্রোল আর ডিজেলের দাম কত? এক নজরে দেখে নিন দেশের সমস্ত মেট্রো শহরের জ্বালানি তেলের দাম

Weather News: ঝোড়ো হাওয়ার সঙ্গে জেলায় জেলায় বৃষ্টিপাত, তার মধ্যেই কলকাতায় বেড়ে গেল তাপমাত্রা