Firhad Hakim : 'আমি কি চোর, বার বার হেনস্থা করছে' সিবিআই যেতেই গর্জে উঠলেন ফিরহাদ

৯ ঘণ্টা পরে গর্জে উঠলেন ফিরহাদ হাকিম। ‘কি করেছি, বারবার হেনস্থা করছে সিবিআই। কোন দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই। এত অপমানিত আমি কোনদিনও হইনি। ২৫ বছর ধরে চেতলার কাউন্সিলার আমি। একটা লোকও বলতে পারবেনা ববি হাকিমকে আমি টাকা দিয়েছি।’

/ Updated: Oct 08 2023, 10:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৯ ঘণ্টা পরে গর্জে উঠলেন ফিরহাদ হাকিম। 'কি করেছি, বারবার হেনস্থা করছে সিবিআই। কোন দুর্নীতির সঙ্গে আমি জড়িত নই। এত অপমানিত আমি কোনদিনও হইনি। ২৫ বছর ধরে চেতলার কাউন্সিলার আমি। একটা লোকও বলতে পারবেনা ববি হাকিমকে আমি টাকা দিয়েছি। নিজের ব্যবসার টাকা থেকে মানুষের সেবা করেছি। খালি বলছে দুর্নীতির সঙ্গে জড়িত। সিবিআইয়ের ভয়ে তুমি বিজেপিতে যেতে পারো, আমি যাব না।' সিবিআই যেতে গর্জে উঠলেন ফিরহাদ হাকিম।