সংক্ষিপ্ত
এবার হেলে পড়া বাড়ি সোজা করার পদ্ধতি নিয়ে হরিয়ানারই অন্য একটি সংস্থার থেকে পরামর্শ নিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিল্ডিং বিভাগের ডিজিকে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সংস্থাটি।
হেলে পড়া বাড়ি এবার সোজা করা হবে তবে কোন পথে, সমাধানের পথ খুঁজছে কলকাতা পুরসভা। সম্প্রতি কলকাতা শহরে একের পর এক হেলে পড়া বাড়ির সন্ধান মিলছে। অধিকাংশ বাড়িই পার্শ্ববর্তী বিল্ডিং ওপর বিপজ্জনকভাবে প্রায় ছুঁয়ে রয়েছে।হঠাৎ করে কোন অঘটন ঘটলে ক্ষতিগ্রস্থ হবে ২টি বিল্ডিংই।বাঘাযতীনে বাড়ি হেলে পড়ার ঘটনায় নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে।এই ঘটনায় হরিয়ানার একটি সংস্থার বিরুদ্ধে কলকাতা পুরসভা অভিযোগ দায়ের করেছে ।সংস্থার ৩ কর্মী গ্রেফতার হয়েছিল। এবার হেলে পড়া বাড়ি সোজা করার পদ্ধতি নিয়ে হরিয়ানারই অন্য একটি সংস্থার থেকে পরামর্শ নিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিল্ডিং বিভাগের ডিজিকে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সংস্থাটি।
হেলে পড়া বাড়িকে সোজা করা যাবে কী করে? তার জন্য হরিয়ানার একটি বেসরকারি সংস্থার কর্ণধারের সঙ্গে নিজের ঘরে বৈঠক করেছেন মেয়র। পুরসভা সূত্রে খবর, পরবর্তী সময়ে শহরে হেলা বাড়ি সোজা করতে কী কৌশল নেওয়া যেতে পারে সেজন্য প্রাথমিক ধারণা পেতেই এই বৈঠক।এ বিষয়ে ডিজি বিল্ডিং উজ্জ্বল সরকারকে রিপোর্ট দিয়ে গোটা পদ্ধতি জানাতে বলা হয়। জানা গিয়েছে, শুক্রবার জমা পড়েছে বেসরকারি ওই সংস্থার রিপোর্ট ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D