- Home
- West Bengal
- Kolkata
- দারুণ খবর যাত্রীদের জন্য! শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে চালু হয়ে গেল এই সুবিধা! বড় পদক্ষেপ মেট্রোর
দারুণ খবর যাত্রীদের জন্য! শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে চালু হয়ে গেল এই সুবিধা! বড় পদক্ষেপ মেট্রোর
ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের জন্য দারুণ খবর। শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে চালু হয়ে গেল এই সুবিধা! যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রোর তরফে এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মেট্রো স্টশনগুলিতে বসতে চলেছে বিশেষ জিনিস, যার জেরে লাভবান হবেন যাত্রীরা।
- FB
- TW
- Linkdin
)
কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য বড় খবর। এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রোর তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হল যা চমকে দিয়েছে সকলে।
কয়েক লক্ষ টাকা খরচ করে এবার মেট্রো স্টশনগুলিতে বসতে চলেছে বিশেষ জিনিস, যার জেরে লাভবান হবেন যাত্রীরা।
আর এই বিশেষ জিনিসটি আগামী দিনে দেখা যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে।
শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে চালু হয়ে গেল এই সুবিধা! বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো।
আসলে এবার জায়গায় জায়গায় বসতে চলেছে বিশেষ ধরণের আয়না যা কিনা মেট্রো পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস।
আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
জানা গিয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী নিরাপত্তায় বসতে চলেছে ‘উত্তল’ আয়না। এটিকে ‘Convex Mirror’ বলা হয়।
দুর্ঘটনা রোধে আপাতত কয়েকদিনের মধ্যেই মেট্রো স্টেশনগুলিতে এই বিশেষ আয়না বসানোর ব্যবস্থা করা হবে।
চালক থেকে শুরু করে মোটরম্যানরা ট্রেনের সামনের চারটি কোচের দরজা পর্যবেক্ষণ করতে সক্ষম হওয়ার জন্য প্ল্যাটফর্মের প্রান্তে আয়না স্থাপন করা হবে বলে খবর।
বলা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অবধি ছুটবে মেট্রো। এহেন পরিস্থিতিতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাইছে মেট্রো। তাই জায়গায় জায়গায় এই বিশেষ আয়না বসানোর সিদ্ধান্ত।
জানা গিয়েছে, এই আয়না বসানোর কাজটি করতে মেট্রোর খরচ হবে অন্ততপক্ষে ১৭ লক্ষ টাকা। এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে কাজ করবে এটি?
যতদূর জানা যাচ্ছে, প্ল্যাটফর্ম ঘেঁষে স্ট্যান্ডে বসানো আয়নায় পুরো ট্রেন দেখা যাবে। গার্ডের নির্দেশের উপরে নির্ভর না-করে চালক আয়নায় দেখে নেবেন, যাত্রীদের নামা-ওঠা সম্পূর্ণ হল কি না। দরজায় কিছু আটকে থাকলে সেটাও দেখে সিদ্ধান্ত নিতে পারবেন তিনি।