- Home
- West Bengal
- Kolkata
- সন্দীপ ঘোষের ছত্রছায় আরজি করের মর্গে লক্ষ লক্ষ টাকার বেআইনি কারবার, ফাঁস করলেন এক গ্রুপ ডি কর্মী
সন্দীপ ঘোষের ছত্রছায় আরজি করের মর্গে লক্ষ লক্ষ টাকার বেআইনি কারবার, ফাঁস করলেন এক গ্রুপ ডি কর্মী
- FB
- TW
- Linkdin
আরজি করে ঘুঘুর বাসা
আরজি করাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই প্রকাশ্যে আসছে একের পর এক দুর্নীতি। মর্গ থেকে ক্যান্টিন সর্বত্রই ছিল দুর্নীতির আখড়া।
নেতৃত্বে সন্দীপ ঘোষ
জুনিয়র ডাক্তার থেকে শুরু করে হাসপাতালের ডাক্তার,স্বাস্থ্য কর্মী সকলেই অভিযোগের তীর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে
মর্গের দুর্নীতি
এবার প্রকাশ্যে এল মর্গের দুর্নীতি। যদিও প্রথম থেকেই অভিযোগ উঠেছিল মর্গে কীভাবে বেআইনি কাজকারবার চলত। তবে এবার এই বিষয়ে মুখ খুলনেন এক চতুর্থ শ্রেণীর কর্মী।
গ্রুপ ডি কর্মীর অভিযোগ
সন্দীপ ঘোষের নির্দেশ মানেননি। আর তোলাবাজির ১০ হাজার টাকা দিতে চাননি। সেই কারণে মর্গ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।
মৌখিক অর্ডার
গ্রুপ ডি কর্মীর অভিযোগ সন্দীপ ঘোষ ও তার শাগরেদরা গ্রুড ডি কর্মী মনোজ মল্লিক নামের ওই গ্রুপ ডি কর্মীকে সরিয়ে দেয় কোনও লিখিত অর্ডার ছাড়াই। বর্তমানে সে অ্যানাটমি বিভাগের কর্মী।
আগে ছিলেন
মনোজ মল্লিক জানিয়েছেন আগে তিনি ফরেন্সিক বিভাগে কর্মরত ছিলেন। সেই ফরেন্সিক বিভাগের অরচুয়ারি ডোম পদে ছিলেন।
মর্গের দুর্নীতি
মনোজ মল্লিক জানিয়েছেন মর্গের বিশাল অঙ্কের টাকা লেনদেন হত। তার বখরা পেতেন সন্দীপ।
মর্গের দুর্নীতি
ময়নাতদন্তের রিপোর্টের নামে টাকা তোলা হত। মৃতের বাড়ির লোককে ডেকে দেহ সেলাই করে দেওয়ার জন্যও টাকা চাওয়া হত।
মৃতদেহ পাচার
যদিও আগেই সন্দীপের বিরুদ্ধে আরজি কর হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ পাচারের অভিযোগ উঠেছিল।
আরও দুর্নীতি
সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। খারাপ ওষুধ দেওয়া থেকে শুরু করে হাসপাতালের সামগ্রী কেনায় গরমিল ও বায়োমোডিক্যাল বর্জ্য দুর্নীতির অভিযোগও রয়েছে।