সংক্ষিপ্ত
রিপোর্ট বলছে যতদিন যাচ্ছে ততই কমছে গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গের জিএসটি (Goods and Services Tax) কালেকশন। হ্যাঁ এমনটাই বলছে সম্প্রতি প্রকাশ পাওয়া একটি রিপোর্ট।
ক্রমশ কমছে মান। ক্রমশ কমছে গ্রোথ। গত ৫ বছরে একদম তলানিতে ঠেকেছে বাংলার GST কালেকশন। যা কার্যত দেউলিয়া করে দিতে চলেছে রাজ্যকে। মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী পূর্বের রাজ্যগুলির জিএসটি কালেকশন ২০২৪ – ২৫ সালে ৪% হয়ে গিয়েছে যেখানে ২০১৯-২০ সালে যেটা ছিল ৪.৬%। পশ্চিমবঙ্গের জিএসটি কালেকশন ২০১৯ – ২০ সালে যেখানে দেশের ৪.২% ছিল সেখানে ২০২৪ – ২৫ সালে এসে সেটা ৩.৭% হয়ে গিয়েছে।
রিপোর্ট বলছে যতদিন যাচ্ছে ততই কমছে গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গের জিএসটি (Goods and Services Tax) কালেকশন। হ্যাঁ এমনটাই বলছে সম্প্রতি প্রকাশ পাওয়া একটি রিপোর্ট। অবশ্য পশ্চিমবঙ্গ এক নয়, আরও একটি রাজ্য রয়েছে এই তালিকায়। কতটা কম GST কালেকশন?
বাংলায় জিএসটি কালেকশন কমলেও বেশ কিছু রাজ্য এমনও রয়েছে যেখানে আয় বেড়েছে সরকারের। এর মধ্যে মূলত যে সমস্ত রাজ্যে শিল্প রয়েছে এগুলোই প্রধান। যেমন মহারাষ্ট্র, হরিয়ানা, কর্ণাটকের মত রাজ্যের জিএসটি কালেকশন অনেকটাই বেড়েছে।
মহারাষ্ট্র যেখানে ২০১৯ – ২০ সালে দেশের ২০% এর মত জিএসটি কালেক্ট করত সেখানে এবছর ২১.৭% কালেকশন করেছে। এছাড়া হরিয়ানাও ৬.৩% থেকে ৭.১ % হয়ে গিয়েছে। কর্ণাটকের ক্ষেত্রে এই হার ৮.৮% থেকে ৯.৫ % হয়ে গিয়েছে।
দেশের বিভিন্ন রাজ্যের জনপ্রতি জিএসটি আয়ের রিপোর্ট
দেশের জনপ্রতি জিএসটি এর আয়ের নিরিখে সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে ওড়িশা রাজ্যে। এরপর হরিয়ানা, মহারাষ্ট্র ও কর্ণাটক রয়েছে। এই তালিকায় পশ্চিমবঙ্গের স্থান ১৫ তম। সবচেয়ে খারাপ অবস্থা বিহারের যেখানে ২০১৯ – ২০ সাল থেকে জনপ্রতি জিএসটি কালেকশন মাত্র ৪০.৭% বেড়েছে।
সবচেয়ে খারাপ অবস্থা কোন কোন রাজ্যের?
পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বেশ কিছু রাজ্যের জিএসটি কালেকশন কমেছে আগের তুলনায়। যার মধ্যে ছত্তিশগড়ের ০.৪%, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ঝাড়খন্ডের ০.৩% কালেকশন কমে গিয়েছে। আর পশ্চিমবঙ্গের পর সবচেয়ে বেশি কালেকশন কমেছে তেলেঙ্গানা রাজ্যে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।