- Home
- West Bengal
- Kolkata
- 'হিন্দু সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি...', দলের প্রতিষ্ঠা দিবসে ফের বিস্ফোরক ফিরহাদ হাকিম
'হিন্দু সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি...', দলের প্রতিষ্ঠা দিবসে ফের বিস্ফোরক ফিরহাদ হাকিম
- FB
- TW
- Linkdin
হিন্দু-মুসলিম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনা হলেও, অবস্থান বদল করছেন না ফিরহাদ
হিন্দু-মুসলিম ধর্ম নিয়ে বারবার বিতর্কিত মন্তব্যের জন্য বারবার সমালোচিত হচ্ছেন ফিরহাদ হাকিম। কিন্তু তারপরেও একই ধরনের মন্তব্য করে চলেছেন তিনি।
সংখ্যালঘু-সংখ্যাগুরু মন্তব্যের সাফাই দিতে গিয়ে ফের বিস্ফোরক ফিরহাদ হাকিম
কিছুদিন আগে সংখ্যালঘু-সংখ্যাগুরু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। বুধবার সেই মন্তব্যের সাফাই দিতে গিয়ে ফের বিতর্ক উস্কে দিলেন তিনি।
ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে সাম্প্রদায়িক হবে না, দাবি কলকাতার মেয়রের
বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ফিরহাদ বলেছেন, ‘আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমার বক্তব্য থেকে একটা লাইন দেখায়। বিবি হাকিম সাম্প্রদায়িক। ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে সাম্প্রদায়িক হবে না।’
'আমি হিন্দু সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি, মুসলিম সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি'
বুধবার ফিরহাদ হাকিম আরও বলেছেন, ‘আমি হিন্দু সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি, মুসলিম সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি। আমার মৃত্যুর পর ৬ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে। ভারতের মাটিতে মিশবে। আমি কি ভারতীয় নই?’
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সাম্প্রদায়িকতা দূর করার ডাক ফিরহাদ হাকিমের
বুধবার ফিরহাদ হাকিম আরও বলেছেন, 'আজকে একটাই স্লোগান কমিউনালিজম হটাও, দেশ বাঁচাও।'
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেছেন, 'ময়ূরপঙ্খী কাককে কেউ বিশ্বাস করে না। যে আদর্শ নিয়ে জন্মেছ সেই নিয়ে কাজ করো।'
দলের প্রতিষ্ঠা দিবসে ফের তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর প্রশস্তি ফিরহাদ হাকিমের
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে ফিরহাদ হাকিম বলেছেন, 'দেশের মুক্তির পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ।'
'তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ,' দলের কোন নেতাকে বার্তা ফিরহাদ হাকিমের?
দল সম্পর্কে ফিরহাদ হাকিম বলেছেন, ‘তৃণমূল কংগ্রেস মানে পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট করছে, তৃণমূল নেতা হাঁটলে তার পিছনে এমনিতেই ১০০টা করে লোক ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়। তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ।’
বুধবার নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম?
ফিরহাদ হাকিম এদিন দল নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে অনেকেরই মনে হচ্ছে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। যদিও ফিরহাদ কারও নাম করেননি।
ফিরহাদ হাকিমের মতোই মদন মিত্রও কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হওয়ার আগে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম, মদন মিত্ররা। তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে নেই।
ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়াচ্ছেন ফিরহাদ হাকিম
কিছুদিন আগেই ফিরহাদ হাকিম বলেন, 'বাংলায় আমরা ৩৩%। কিন্তু ভারতে মাত্র ১৭%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি, সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে, তা হলে আমরা এক দিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব।'
অন্য ধর্মাবলম্বীদের মধ্যে ইসলাম ধর্ম ছড়িয়ে দেওয়ার কথাও বলেছেন ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম বলেছেন, 'ধর্ম পালনের সাথে সাথে ইসলাম ধর্মাবলম্বীদের অমুসলিমদের কাছে ইসলামের বাণী ছড়িতে দিতে হবে।'
অমুসলমিদের ইসলাম ধর্মাবলম্বী করে তোলার বার্তাও দিয়েছেন 'অসাম্প্রদায়িক' ফিরহাদ হাকিম
নিজেকে অসাম্প্রদায়িক বলে দাবি করা ফিরহাদ হাকিম আরও বলেছেন, 'আল্লাহর রহমত আমাদের রয়েছে। আমরা ইসলাম নিয়ে জন্মেছি। আর ইসলাম নিয়ে জন্মানো মানে আমাদের রসুল আমাদের জন্নতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনও অপরাধ না করি ইসলাম নিয়ে জন্মানো মানে জন্নতে পথ পরিষ্কার। কিন্তু আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়ত ও কোর আন শরিফের মানে বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ইমান দিতে পারি তাহলে আমাদের জন্নতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে।'
যারা অন্য ধর্মের, তাদের দুর্ভাগ্য, বিতর্কিত মন্তব্য ফিরহাদ হাকিমের
ফিরহাদ হাকিম বলেছেন, 'আমরা মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি, আমাদের নমাজ, আদব – কায়দা বেশিরভাগ মানুষেরই জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের ইসলামে আমন্ত্রণ জানিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে।'
বারবার ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম
বিতর্কিত মন্তব্যের সাফাই দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, ‘আমি একজন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ। আমি মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকব।’
বারবার ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলেই সমালোচনার মুখে ফিরহাদ হাকিম
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, ফিরহাদ হাকিম যে মন্তব্য করছেন, দল তা অনুমোদন করছে না।
হিন্দুধর্ম নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র সমালোচনা শুভেন্দু অধিকারীর
ধর্ম নিয়ে ফিরহাদ হাকিম বারবার যে ধরনের মন্তব্য করে চলেছেন, তার তীব্র সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ফিরহাদ হাকিমকে কলকাতায় মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে বিরোধীরা
বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের মতো বিরোধী দলগুলি ফিরহাদ হাকিমকে কলকাতায় মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে।
ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ফিরহাদ হাকিম যেভাবে বারবার বিতর্কিত মন্তব্য করে চলেছেন, তাতে খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া বার্তা দিয়েছেন।
ফিরহাদ হাকিমকে হিডকোর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
ফিরহাদ হাকিমকে হিডকোর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর কি আরও কড়া ব্যবস্থা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্য রাজনীতিতে এই জল্পনা চলছে।