মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে ইন্ডিগো কলকাতা-লন্ডন বিমান পরিষেবা চালু করছে। আগামী ২৬ অক্টোবর থেকে মুম্বই হয়ে এই পরিষেবা শুরু হবে, যার সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে মাত্র ২২ হাজার টাকা। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল ইন্ডিগো। এবার চালু হতে চলেছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা। তবে, আপাতত এই বিমান যাবে মুম্বই হয়ে। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে পরিষেবা। কলকাতা থেকে লন্ডন এবং লন্ডন থেকে কলকাতা এই দুই দিকেই মিলবে পরিষেবা। এরই সঙ্গে চমক ভাড়াতে। এবার মাত্র ২২ হাজার টাকায় মিলবে টিকিট।

জানা গিয়েছে, কলকাতা থেকে সরাসরি বিমান না থাকায় নয়াদিল্লি বা মুম্বই হয়ে লন্ডন যেতে হত। অথবা দুবাই, কাতার থেকে ফের বিমান ধরতে হয়, যার ফলে অনেকটা সময় অপচয় হত। চলতি বছরের মার্চে লন্ডনে পৌঁছে হাই কমিশনে বাংলা থেকে সরাসরি লন্ডন বিমান পরিষেবা চালু করার জন্য আর্জি জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘বাংলা বেশি দূরে নয়। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব যদি বিষয়টা দেখেন। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।’

লন্ডনের হাই কমিশনের পর বণিকসভাতেও একই আর্জি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কলকাতা-লন্ডন সরাসরি বিমান চালু করুন। ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি। … আগে এই বিমান পরিষেবা ছিল। আমরা ক্ষমতায় আসার আগে বন্ধ করে দেওয়া হয়। কেন জানি না। তবে এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে। এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে। আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব। যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।

সে যাই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে মিলল সাড়া। এবার চালু হতে চলেছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে পরিষেবা।