৩ হাজার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী
- FB
- TW
- Linkdin
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন।
রাজ্য বাসীর সুবিধার কথা মাথায় রেখে নিয়েছেন নানান পদক্ষেপ। বাচ্চা থেকে বৃদ্ধি সকলকে প্রতি মাসে দিচ্ছেন ভাতা।
বৃদ্ধদের জন্য যেমন চালু করেছেন বার্ধ্য ভাতা। কিংবা বিধবাদের জন্য আছে বিধবা ভাতা। এরই সঙ্গে পডুয়াদের জন্য রয়েছ কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে তরুণের প্রকল্প।
এবার এই সকল ভাতার মধ্যে সব থেকে খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। রাজ্যের মহিলারা এই প্রকল্পের দরুন ১০০০ থেকে ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা করে পারেন।
এবার বাড়তে চলেছে সেই ভাতা। এক ধাক্কায় ৩ গুণ হবে বলে শোনা যাচ্ছিল।
বহুদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডার ৩০০০ টাকা করা নিয়ে দাবি উঠেছি। এই নিয়ে বিশেষ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী।
সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। মা বোনেদের এটা ভাণ্ডার।
তিনি আরও বলেন, এই ভাণ্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। তবে কত টাকা বাড়বে তা ঘোষণা করে নি। কিন্তু সকলেই আশা কর
তিনি আরও বলেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবার চেষ্টা করবেন না। ওদের পড়তে দিন। মেয়েরাই দেখবেন একদিন সংসার চালাবে।