সংক্ষিপ্ত

শনিবারের কলকাতা যেন আবারও একটু অন্যরকম। 

শনিবারের কলকাতা যেন আবারও একটু অন্যরকম। কারণ, ফের একবার প্রতিবাদের সংজ্ঞা রচিত হল শহরের বুকে।

এদিন ধর্মতলায় আয়োজিত হল এক বিশেষ কর্মসূচি, যার নাম ‘জনতার চার্জশিট’। এই গোটা কর্মসূচিটির উদ্যোগ নেয় ‘অভয়া মঞ্চ’। মোট ৮০টিরও বেশি সংগঠন নিয়ে তৈরি এই মঞ্চ ‘জনতার চার্জশিট’কর্মসূচির ডাক দেয় শনিবার।

পথনাটক, গান এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয় প্রতিবাদ। এদিন কলেজ স্কোয়্যার থেকে শুরু হয় মিছিল। এই মিছিলে আন্দোলনকারী চিকিৎসকদের হাতে প্ল্যাকার্ডের সঙ্গেই ছিল ভারতের সংবিধান। আর একেবারে সামনের সারিতে ন্যায়ের মূর্তি হাতে ছিলেন জুনিয়র ডাক্তাররা।

শনিবাসরীয় এই মিছিলে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত এবং চৈতি ঘোষাল। অন্যদিকে, শনিবারের এই মিছিলে ছিলেন আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার, স্নিগ্ধা হাজরা, পরিচয় পণ্ডা এবং অনুষ্টুপ মুখোপাধ্যায়রাও।

এরপর সেই মিছিল গিয়ে পৌঁছয় ধর্মতলায়। গোটা মিছিল জুড়েই বিচারের দাবিতে স্লোগান তোলেন আন্দোলনকারীরা। শনিবার, জুনিয়র ডাক্তার দেবাশিস জানান, “আমরা রাজপথ ছাড়ব না।” অপর এক জুনিয়র ডাক্তার পুলস্ত্যর কথায়, “মনে রাখবেন আমাদের আন্দোলন চলছে এবং চলবে। আমাদের সঙ্গে জনতার চার্জশিট কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এই আন্দোলন পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন বিচারের দাবিতে চলছে।”

ওদিকে আরও এক আন্দোলনকারী চিকিৎসক বলেন, ‘‘আমরা একসঙ্গে পথে থাকব। বিচার চাই। যতদিন না বিচার হচ্ছে, ততদিন আমরা রাজপথে রয়েছি আর থাকব।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।