সংক্ষিপ্ত
জুনিয়র ডাক্তাররা জনিয়েছেন, সোমবার নবান্নে রাজ্য সরকারের ডাকা বৈঠকে তাঁরা যোগ দেবেন। রবিবার সকাল থেকেই এনআরএস মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়।
রাজ্য সরকারের শর্ত মেনে নয়, নিজেদের শর্তেই সোমবার নবান্নে বৈঠক করতে যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। রবিবর দীর্ঘ সময় ধরে জেনারেল বডির বৈঠকের পরই রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছে জুনিয়র ডাক্তাররা। মুখ্যসচিব মনোজ পন্থকে ইতিমধ্যেই একটি এমেলও পাঠিয়েছে তারা। সেই ইমেলে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের 'শর্ত' মেনে অনশনকারীরা অনশন প্রত্যাহার করছে না। সোমবার নবান্নের বৈঠকের পরই অনশন প্রত্যাহার নিয়ে সিদ্ধান্ত নেবে।
জুনিয়র ডাক্তাররা জনিয়েছেন, সোমবার নবান্নে রাজ্য সরকারের ডাকা বৈঠকে তাঁরা যোগ দেবেন। রবিবার সকাল থেকেই এনআরএস মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়। সেই বৈঠকের পরই আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানিয়েছেন, '১৪ দিন পরে অনশন মঞ্চে আসেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। কিন্তু এই কথাবার্তায় অনশনকারীরা দুঃখ পেয়েছে। । আমাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এত দিন পরেও ১০ দফা দাবি নিয়ে উনি হয়তো জানেন না, বা তাঁকে জানানো হয়নি। তবে আমরা কী চাইছি তা বিস্তারিত ভাবে জানিয়েই মুখ্যসচিবকে ইমেল করেছি। প্রয়োজনে তা নিয়ে আমরা কাল আবার বলব।'
তবে এদিন দেবাশিস হালদার রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে সময়মত বৈঠকে না যাওয়ার অভিযোগ তোলা হয়েছে। তাঁদের ওপর দায় চাপানোর মানসিকতাকে ধিক্কার জানিয়েছেন তাঁরা। তিনি আরও বলেন, 'আমরা চাই পূর্ব শর্ত ছাড়াই বৈঠকে যোগ দিতে। নির্দিষ্ট সময়ই আমাদের প্রতিনিধিরা বৈঠকে যোগদেবে। আমরা আশা করছি সদর্থক আলোচনা হবে।' তবে তিনি একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে কোনও সমাধান না পাওয়া যায় তাহলে মঙ্গলবারের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করবে। অর্থাৎ অনশন যেমন চলছে তেমনই চলবে। অন্যদিকে মঙ্গলবর রাজ্য স্বাস্থ্যক্ষেত্রে যে সর্বাত্মক বনধের ডাক তাঁরা দিয়েছেন তাও কার্যকর করা হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।