সংক্ষিপ্ত
মুখ্যসচিব ইমেলে স্পষ্ট করে বলে দিয়েছিলেন, নবান্ন সভাঘরে বৈঠক হবে বিকেল ৫টায়। মাত্র ১০ জন প্রতিনিধিকে নবান্নের বৈঠকে যোগ দেওযার আহ্বান জানিয়েছেন।
'আমরণ অনশন' প্রত্যাহার করলে তবেই নবান্নে বৈঠক। অনেকটা এমনই শর্ত দিয়ে ধর্মতলায় আন্দোবনকারী জুনিয়র ডাক্তারদের মেল পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ইমেলে মুখ্যসচিব বলেছেন, 'অনশন প্রত্যাহার করে ২১ অক্টোবর নবান্নে বৈঠকে যোগ দিন।'মুখ্যসচিবের এই ইমেলের জবাব শনিবার, আজকের মধ্যেই তাঁরা দেবেন বলে জানিয়েছেন।
মুখ্যসচিব ইমেলে স্পষ্ট করে বলে দিয়েছিলেন, নবান্ন সভাঘরে বৈঠক হবে বিকেল ৫টায়। মাত্র ১০ জন প্রতিনিধিকে নবান্নের বৈঠকে যোগ দেওযার আহ্বান জানিয়েছেন। কোন কোন প্রতিনিধি নবান্নের বৈঠকে যোগ দিতে যাবেন তারও নামের তালিকা পাল্টা ইমেল করে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে মুখ্যসচিব জনিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে মাত্র ৪৫ মিনিটের জন্যই বৈঠক করতে পারবেন। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের বিকেল সাড়ে ৪টের মধ্যে নবান্নে উপস্থিত হতেও নির্দেশ দেওয়া হয়েছে ইমেলে।
শনিবার দুপুরেই ধর্মতলার অনশন মঞ্চে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তাঁরা জুনিয়র ডাক্তারদের শরীর ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তারপরই সেখানে থেকেই মুখ্যসচিব মোবাইল ফোনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সেখানেই মুখ্যমন্ত্রী তাঁদের অনশন তোলার আর্জি জানান। পাশাপাশি সোমবার নবান্নে ১০ দফা দাবি নিয়ে বৈঠক করার কথা বলেন। স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়া ছাড়া বাকি সব দাবিতে সহমত পোষণ করেন।
কিন্তু এরপরই অনশনকরী জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন তাঁরা সোমবার পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। নবান্নের বৈঠকের পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তাঁরা আরও বলেন, সোমবার পর্যন্ত যা যা কর্মসূচি ছিল সবই চলবে। কিন্তু তারপরই ইমেল করে মুখ্যসচিব জানিয়ে দেন অনশন তুলেই নবান্নে যেতে হবে জুনিয়র ডাক্তারদের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।