Kamduni : 'মেয়েটা সঠিক বিচার পেল না' কামদুনির রায় শুনে কান্নায় ভেঙে পড়েন মৌসুমী
কামদুনিতে ফাঁসির বদলে যাবজ্জীবন । ১০ বছর পর কলকাতা হাইকোর্টে রায় ঘোষণা। ২০১৩'র ৭ জুন কামদুনিতে গণধর্ষণ ও খুনের ঘটনা। ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন মোট ৯ জন। এদিন বেকসুর খালাস পেলেন দু'জন। রায় শোনার পরেই কান্নায় ভেঙে পড়েন মৌসুমী কয়াল
কামদুনিতে ফাঁসির বদলে যাবজ্জীবন । ১০ বছর পর কলকাতা হাইকোর্টে রায় ঘোষণা। ২০১৩'র ৭ জুন কামদুনিতে গণধর্ষণ ও খুনের ঘটনা। ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন মোট ৯ জন। এদিন বেকসুর খালাস পেলেন দু'জন। রায় শোনার পরেই কান্নায় ভেঙে পড়েন মৌসুমী কয়াল। 'মেয়েটা সঠিক বিচার পেল না। টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে রাজ্য সরকারের উকিল। 'আমাদের বিচার দিতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।'