সংক্ষিপ্ত
মঙ্গলবার দুপুর ১টা থেকে জমায়েত শুরু কথা। মূলত দুটো জায়গায় হবে জমায়েত। তারপর সেখান থেকে নবান্নে যাবেন আন্দোলনকারীর দল।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার অর্থাৎ আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা চলছে কলকাতা ও হাওড়ার বিভিন্ন অঞ্চলে। যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। জারি হয়েছে একাধিক বিধি নিষেধ।
এর আগে এই ছাত্র অভিযান বাতিল করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু, সে আর্জি খারিজ হয়েছে। জেনে নিন আজ কোথায় কোথায় হবে জমায়েত।
মঙ্গলবার দুপুর ১টা থেকে জমায়েত শুরু কথা। মূলত দুটো জায়গায় হবে জমায়েত। তারপর সেখান থেকে নবান্নে যাবেন আন্দোলনকারীর দল।
মূলত কলেজ স্কোয়্যার ও সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে জমায়েতের কথা বলা হয়েছে। কলেজ স্কোয়্যারে যে জমায়েত হবে তা সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা, ইডেন গার্ডেন, হেস্টিং হয়ে নবান্ন যাবে। অন্য মিছিলটি সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে কোনা এক্সপ্রেস ধরে নবান্ন যাবে।
আবার শোনা যাচ্ছে, শিয়ালদহ স্টেশনেও জমায়েত হতে পারে। সেই জমায়েত মহাত্মা গান্ধী রোড ধরে কলেজ স্কোয়্যার যাবে। সেখান থেকে হাওড়া সেতু ধরে নবান্ন পৌঁছাবে।
আজ দুপুর ১টায় কলেজ স্কোয়্যার ও হাওড়ার সাঁতরাগাছিতে জমায়েত হবে। এবার তা যাবে নবান্ন পর্যন্ত। এদিকে এই অভিযান রুখতে তৎপর পুলিশ। কলকাতা ও হাওড়া মিলিয়ে প্রায় ২১ হাজার পুলিশ থাকবে বলে জানা গিয়েছে। বিভিন্ন স্থানে ব্যারিকেডের দুর্গ বানানো হয়েছে। থাকছে জলকামান ও ড্রোনের ব্যবস্থা।
ইতিমধ্যে সব রাস্তা শুনশান। বাস, অটো কম চলছে। যে কয়টি যানবাহন চলছে তাতে ভিড় চোখে পড়ার মতো। সব মিলিয়ে দুর্ভোগে পড়েছেন অনেক অফিসযাত্রী। যানবাহন কম থাকায় সমস্যা দেখা দিয়েছে। তেমনই ছাত্র সমাজের এই নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশ। তৈরি জল কামান। আকাশে উড়ছে বিশেষ ড্রোন।