- Home
- West Bengal
- Kolkata
- Weather Update: ভোটের তাপ কমাতে রাজ্যে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, আজ বিকেল থেকেই শুরু?
Weather Update: ভোটের তাপ কমাতে রাজ্যে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, আজ বিকেল থেকেই শুরু?
দক্ষিণে বর্ষা প্রবেশের সময় জুনের দ্বিতীয় সপ্তাহ। গত ৩১ মে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। উত্তরে বর্ষা ঢুকে পড়ায় মনে করা হয়েছিল বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গেও। কিন্তু তা হয়নি। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওা দফতরের রিপোর্টে। কবে থেকে শুরু হচ্ছে, জেনে নিন।
| Published : Jun 04 2024, 03:48 PM IST
- FB
- TW
- Linkdin
রাজ্য জুড়ে কোথাও মেঘলা আকাশ, কোথাও উঁকি দিচ্ছে রোদ, কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। আজ ভোট গণনার দিন বিকেলে কেমন থাকতে চলেছে রাজ্যের আবহাওয়া? জানুন আবহাওয়ার আপডেট।
আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণে আগামী কয়েক দিনে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে বর্ষা ঢুকবে, তা এখনও নিশ্চিত নয়। তবে মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বর্ষার আগে কলকাতা সহ গোটা রাজ্যের বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। তাতে সাময়িক তাপমাত্রার পারদ নামবে। কিন্তু স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না।
আজ বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জুন হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে ঝোড়ো হাওয়া।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের একাধিক জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা। অধিকাংশ জেলাতেই রাতের দিকে বৃষ্টি হয়েছে। দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।