কবে শীত আসছে বঙ্গে? কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
নভেম্বর মাসের মাঝামাঝি সময় চলছে, কিন্তু এখনও শীতের আমেজ অনুভূত হচ্ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। দুদিন পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।
- FB
- TW
- Linkdin
নভেম্বর মাসের মাঝামাঝি হতে চলল। এখনও সে অর্থে ঠান্ডা আমেজ অনুভূত হচ্ছে না কোথাওই। কবে থেকে শীত আসবে বঙ্গে তা নিয়ে চিন্তিত সকলে।
এদিকে আর কদিনের মধ্যে পড়বে বাংলা অগ্রহায়ণ মাস। শেষ কয় বছরে আবহাওয়ার পরিবর্তন হলেও, আগে অগ্রহায়ণে শীত অনুভূত হত। কিন্তু, এবার কি পড়বে শীত?
সদ্য আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়াবিদরা। জানা গেল, কবে থেকে শীত পড়বে বঙ্গে। সূত্রের খবর, আর বেশিদিন অপেক্ষার প্রয়োজন নেই।
আবহাওয়া দফতর সূত্রের খবর, আর দুদিন পর তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। আর কার্তিক মাস শেষে আরও ঠান্ডার আমেজ পড়বে বঙ্গে।
অগ্রহায়ণ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা নেমে আসতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়া, পুরুলিয়ায় তাপমাত্রা হবে আরও কম। ১৪-১৫ ডিগ্রিতে নামতে পারে বাঁকুড়া-পুরুলিয়ার পারদ।
১৫ নভেম্বর থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই নামবে। কমবে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ।
রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়ার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, সকালের দিকে দু এক ঘন্টা কুয়াশা ও ধোঁয়াশা হতে পারে।
কলকাতায় আজ কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বেলার দিকে আংশিক মেঘলা থাকবে। আজ শুষ্ক আবহাওযা ও বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ এবং ২০ ডিগ্রির মধ্যে নামতে পারে।