সংক্ষিপ্ত

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শুক্রবার উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তা পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পুজোর আর এক মাসও বাকি নেই। ২০ অক্টোবর ষষ্ঠী। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় জমে উঠছে শুরু করেছে পুজোর বাজার। কলকাতাতেও পুজোর বাজার নিয়ে দোকানদারদের ব্যস্ততা তুঙ্গে। সেই বাজারে ব্যাঘাত ঘটিয়েছে গত সপ্তাহের বৃষ্টি। তবে গত দুদিন হল একটু রোদের মুখ দেখেছে শহর কলকাতা। কিন্তু ফের নাকি বৃষ্টি চোখ রাঙাতে পারে কলকাতার আকাশে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শুক্রবার উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তা পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে শনিবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে।

এদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কিছু অঞ্চলে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। বৃহস্পতিবারেও মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি এলাকায় বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহশেষে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।

তবে শনিবার ৩০ সেপ্টেম্বর পূর্বমধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরে এটি শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হতে পারে। আজ ২৭ সেপ্টেম্বর বাংলার বহু এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে চলেছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।