কলকাতা : পাঁচ হাসপাতাল, ১২ ঘণ্টা হয়রানি! 'রেফার' রোগের ফাঁসে বৃদ্ধা

খোদ কলকাতায় 'রেফার' রোগের ফাঁসে বৃদ্ধা। ৫ টি সরকারি হাসপাতাল ঘুরেও মেলেনি বেড। হৃদরোগে আক্রান্ত মাকে নিয়ে ১২ ঘন্টা হয়রানির শিকার তরুণী। ভবানীপুরের বাসিন্দা রূপসা চক্রবর্তী শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতা।

Share this Video

খোদ কলকাতায় 'রেফার' রোগের ফাঁসে বৃদ্ধা। ৫ টি সরকারি হাসপাতাল ঘুরেও মেলেনি বেড। হৃদরোগে আক্রান্ত মাকে নিয়ে ১২ ঘন্টা হয়রানির শিকার তরুণী। ভবানীপুরের বাসিন্দা রূপসা চক্রবর্তী শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতা। পরে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন মা'কে রুপসা। কিন্তু সেখানেও স্বাস্থ্য সাথী কার্ড নিতে অস্বীকার কর্তৃপক্ষের, অভিযোগ রূপসার। পরে এমআরবাঙ্গুর হাসপাতালেই ভর্তি করান মাকে। হাসপাতালের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরকে পুরো বিষয়টি জানানো হয়েছে।

Related Video