- Home
- West Bengal
- Kolkata
- Durga Puja 2025: পুজোর কদিন রাতভর চলবে মেট্রো, প্রকাশ্যে এল সময়সূচি, দেখে নিন এক ক্লিকে
Durga Puja 2025: পুজোর কদিন রাতভর চলবে মেট্রো, প্রকাশ্যে এল সময়সূচি, দেখে নিন এক ক্লিকে
দুর্গাপূজা উপলক্ষে উৎসবপ্রেমী বাঙালিদের জন্য বিশেষ উদ্যোগ। সপ্তমী, অষ্টমী ও নবমীর রাতে যাত্রীদের সুবিধার্থে সারারাত মেট্রো পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লু লাইন এবং গ্রিন লাইনের পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ তৃতীয়া। আর দুদিন পরই শুরু হবে মায়ের আরাধনা। মাঝে অসুর বৃষ্টির কারণে উৎসবের আনন্দে ভাটা পড়লেও প্রায় সকলেই এবার শুরু করে দিয়েছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। অনেকেই এই বৃষ্টি মাথায় নিয়েও ঠাকুর দেখা বন্ধ করেননি। আর হবে নাই বা কেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। এই সময় সকাল, রাত সব সময়ই প্যান্ডেল হপিং করতে চান সকলে।
উৎসব প্রেমী এই সকল বাঙালির কথা মাথায় নিয়ে এবার বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো।এবার পুজোয় চালু থাকবে রাতের পরিষেবা। রাতভর অন্যান্যবারের মতো রাতভর চলবে মেট্রো। সপ্তমী, অষ্টমী, নবমীতেও সারা রাত চলবে মেট্রো। মঙ্গলবার তারই সময়সূচি প্রকাশ করল কর্তৃপক্ষ।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম)
পঞ্চমী- সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত (৬ থেকে ৭ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো)
ষষ্ঠী- সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত (৬ থেকে ৭ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো)
সপ্তমী- দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত (৬ থেকে ৭ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো)
অষ্টমী- দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত (৬ থেকে ৭ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো)
নবমী- দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত (৬ থেকে ৭ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো)
দশমী- দুপুর ১টা থেকে রাত ১০ টা পর্যন্ত (৬ থেকে ৭ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো)
গ্রিন লাইন (সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)
পঞ্চমী- সকাল ৭.৩০ থেকে রাত ১১টা পর্যন্ত আপ লাইনে চলবে মেট্রো।
সকাল ৭.৪৪ থেকে রাত ১১.১৬ পর্যন্ত ডাউন লাইনে চলবে মেট্রো।
ষষ্ঠী- সকাল ৯টা থেকে রাত ১১.২৮ পর্যন্ত আপ লাইনে চলবে মেট্রো।
সকাল ৯.০২ থেকে রাত ১১.২০ পর্যন্ত ডাউন লাইনে চলবে মেট্রো।
সপ্তমী - দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬ পর্যন্ত আপ লাইনে চলবে মেট্রো।
দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮ পর্যন্ত ডাউন লাইনে চলবে মেট্রো।
অষ্টমী- দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬ পর্যন্ত আপ লাইনে চলবে মেট্রো।
দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮ পর্যন্ত ডাউন লাইনে চলবে মেট্রো।
নবমী- দুপুর ১.৩০ থেকে ভোর ৪.০৬ পর্যন্ত আপ লাইনে চলবে মেট্রো।
দুপুর ১.৩৪ থেকে ভোর ৪.১৮ পর্যন্ত ডাউন লাইনে চলবে মেট্রো।
দশমী- দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত আপ লাইনে চলবে মেট্রো।
দুপুর ১.৩২ থেকে রাত ১০.৩২ পর্যন্ত ডাউন লাইনে চলবে মেট্রো।

