সংক্ষিপ্ত
বইমেলা উপলক্ষ্যে এই লাইনে ১২২টি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ লাইনে।
বইমেলা (Book Fair) উপলক্ষ্য়ে যাত্রীদের বিশেষ উপহার দিচ্ছে মেট্রো( Metro) কর্তৃপক্ষ। রবিবারও চলবে মেট্রো। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ (Sealdah-Sector Five Metro) গ্রিন লাইন ১ -এর মধ্যে রবিবারও মেট্রো চলাচল করবে। এই লাইনে দৈনিক মেট্রো পরিষেবার সংখ্যাও বাড়ান হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৮ জানুয়ারি থেকে মেট্রোর সূচিতে মেট্রো চলবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ লাইনে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে গ্রিন লাইন-১ এ সোমবার থেকে শনিবার প্রতিদিন আপ - ডাউন মিলিয়ে ১০৬টি ট্রেন চালান হবে। আপে ৬১টি আর আর ডাউনে ৬১টি ট্রেন চালান হয়। বইমেলা উপলক্ষ্যে এই লাইনে ১২২টি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে। আর সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আসার প্রথম ট্রেন পাওয়া যাবে সকাল ৭টা ৫ মিনিটে। রাতের শেষ মেট্রো শিয়ালদহ থেকে ছাড়বে ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে পাওয়া যাবে রাত ৯ টা ৪০ মিনিটে। দুপুর ২টো ০৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিটের মধ্যে ১২ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে।
বইমেলা চলাকালীন অর্থাৎ ২ ও ৯ ফেব্রুয়ারি দুটি রবিবার আপ ও ডাউন মিলিয়ে ৩৭টি করে মোট ৭৪টি ট্রেন চালান হবে। রবিবার ইস্ট-ওয়েস্ট মে্ট্রোর পরিষেবা দুপুর ২টো ১৫ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে মেট্রো। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তিত সূচিতেই মেট্রো চলবে। তারপর আবার আগের সূচি অনুযায়ী মেট্রো চলাচল করবে। বইমেলার সময় মেট্রো বেশি চালান হলে যাত্রীদের সুবিধে অনেক হবে। এমিনিতেই সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় পাবলিক ট্রান্সপোর্টের সমস্যা রয়েছে। তাই মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সুবিধে অনেকটাই বাড়বে যাত্রীদের মধ্যে।