- Home
- West Bengal
- Kolkata
- চল্লিশ বছরের সোনালী অতীত! কলকাতা মেট্রোর জন্মদিনে ছুটবে ঐতিহাসিক 'নন-এসি' রেক, চড়বেন নাকি?
চল্লিশ বছরের সোনালী অতীত! কলকাতা মেট্রোর জন্মদিনে ছুটবে ঐতিহাসিক 'নন-এসি' রেক, চড়বেন নাকি?
- FB
- TW
- Linkdin
লক্ষ লক্ষ যাত্রীর ভরসার অপর নাম
শহর এবং শহরতলীর অন্যতম এবং নির্ভরযোগ্য একটি গণ-পরিবহন ব্যবস্থা।
এবার সেই মেট্রো রেলেরই জন্মদিন
আর সেই জন্মদিন উপলক্ষ্যেই, ফিরিয়ে আনা হচ্ছে ঐতিহাসিক নন-এসি (Non-AC) মেট্রো রেককে।
টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত বিশেষ প্রর্দশনী
পাতাল জুড়ে ফের একবার দৌড়বে নন-এসি মেট্রো৷
দিনটা ছিল ১৯৮৪ সালের ২৪ অক্টোবর
মাত্র ৩.৪ কিলোমিটার পথে জুড়ে, এসপ্ল্যানেড থেকে ভবানীপুরের মধ্যে প্রথম পরিষেবা শুরু হয় কলকাতা মেট্রোর। যদিও পরে ভবানীপুর স্টেশনের নাম বদলে রাখা হয় নেতাজি ভবন।
রাজ্যের মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু
তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন বংশী লাল লেঘা।
মেট্রোর সম্প্রসারণ
উত্তর এবং দক্ষিণে, দমদম থেকে টালিগঞ্জের মধ্যে চলা মেট্রো এখন আরও সম্প্রসারিত হয়েছে। দক্ষিণে নিউ গড়িয়া এবং উত্তরে দক্ষিণেশ্বর পর্যন্ত রুট বাড়ানো হয়েছে।
তবে শুধু উত্তর-দক্ষিণেই নয়
কলকাতা মেট্রো পরিষেবার সম্প্রসারণ ধাপে ধাপে নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে মাঝেরহাটের মতো দুটি নতুন পথেও হয়েছে।
সেইসঙ্গে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা শুরু হয়েছে
তাছাড়া হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ছুটছে কলকাতা মেট্রো। এটি আবার গঙ্গার তলা দিয়ে।
অন্যদিকে, গত ২০১২ সালে কলকাতার লাইফ লাইনে প্রথমবারের জন্য প্রবেশ করে এসি রেক
বর্তমানে প্রত্যেকটি রুটে সার্ভিস দিচ্ছে সব এসি রেক।
কিন্তু কলকাতা মেট্রোর ৪০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে চাইছেন কর্তৃপক্ষ
তাই ২৪ তারিখ, ফের একবার ছুটবে কলকাতা মেট্রোর সেই ঐতিহাসিক নন-এসি রেক।
ইতিমধ্যেই একটি রক্তদান শিবিরও আয়োজন করা হয় মেট্রোর জন্মদিনকে কেন্দ্র করে
আর এই সোনালী অতীতকে সঙ্গে করেই অবিরাম পরিষেবায় কলকাতা মেট্রো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।