মঙ্গলের বিকেলে কালো মেঘে ঢাকল শহরের আকাশ, ধুলোর ঝড় সারা কলকাতা জুড়ে
মঙ্গলবার বিকেল থেকে প্রবল ধুলোর ঝড় কলকাতা জুড়ে । মঙ্গলবার দিনভর তীব্র গরমের পর বিকেল ৫টা নাগাদ কালো মেঘে ঢাকে আকাশ। ধুলোর ঝড় শুরু হয় শহর জুড়ে।
মঙ্গলবার বিকেল থেকে প্রবল ধুলোর ঝড় কলকাতা জুড়ে । মঙ্গলবার দিনভর তীব্র গরমের পর বিকেল ৫টা নাগাদ কালো মেঘে ঢাকে আকাশ। ধুলোর ঝড় শুরু হয় শহর জুড়ে। আলিপুর সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবারের পর আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবারও বৃষ্টি হবে শহরে। ৪ দিন ধরে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানানো হয়েছে। আগামিকাল থেকে এই পরিস্থিতির কষ্ট মিটবে বলে আশা করা যাচ্ছে।