- Home
- West Bengal
- Kolkata
- লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চাঞ্চল্য! ৬ মাস টাকা পাননি শয় শয় মহিলা, দ্রুত এই কাজ না করলে আপনিও পড়বেন বিপদে
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চাঞ্চল্য! ৬ মাস টাকা পাননি শয় শয় মহিলা, দ্রুত এই কাজ না করলে আপনিও পড়বেন বিপদে
- FB
- TW
- Linkdin
রাজ্য সরকারের রয়েছে একাধিক প্রকল্প। এই সকল প্রকল্পের দ্বারা উপকৃত হন শিশু থেকে বৃদ্ধ সকলে।
কন্যাশ্রী, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে রাজ্য সরকারের আছে একাধিক প্রকল্প।
রাজ্য সরকারে প্রকল্পগুলোর মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে মহিলারা ১০০০ টাকা করে পান এই প্রকল্পে। তপসিলি মহিলারা পান ১২০০ টাকা।
সদ্য এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সামনে এল চমকপ্রদ তথ্য। দীর্ঘ ৬ মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না শয় শয় মহিলারা।
প্রায় ৩৫০ মহিলার অ্যাকাউন্টে ঢুকছে না টাকা। তমলুক অঞ্চলের মহিলারা পড়েছেন বিপদে। ছয় মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার না পাওয়ায় অভিযোগ করেন তাঁরা।
এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, তাঁর এই বিষয় খোঁজ খবর নিচ্ছেন। কীভাবে সমস্যা সমাধান হবে সে বিষয় দেখা হচ্ছে।
এদিকে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিপদে পড়তে পারেন অনেকে। দ্রুত এই কাজ না করালে হবে সমস্যা।
দ্রুত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন। তা না হলে ঢুকবে না টাকা।
সেই সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স ও পাস বইয়ের প্রথম পাতার জেরক্স জমা দিন ব্যাঙ্কে।
এদিকে ডিসেম্বর মাস থেকে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার।