খারাপ খবর! তিনগুণ নয়, লক্ষ্মীর ভাণ্ডার হবে ১৫০০ টাকা, কবে মিলবে বাড়তি টাকা?
- FB
- TW
- Linkdin
![](https://static-gi.asianetnews.com/images/01jj4mtz1c1qz0tk3cqjy02cen/Lakshmir-1-1737470344236.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
ফের প্রকাশ্যে এল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া তথ্য। এবার জানা গেলে অবশেষে কত টাকা বাড়ছে ভাতা।
![](https://static-gi.asianetnews.com/images/01jj4mtz1bbs9pwyxcytzq2f4x/Lakshmir-4-1737470344235.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সরকারি প্রকল্প চালু করেছে। এই সকল প্রকল্পের সুবিধা পান সকল রাজ্যবাসী।
মমতা সরকার ক্ষমতায় আসার পর কন্যাশ্রী, যুবশ্রী, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার মতো নানান প্রকল্প চালু করেছেন।
এই সকল প্রকল্পের মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের জন্য চালুন করেছেন এই প্রকল্প।
২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে মাসে টাকা পান।
বর্তমানে সাধারণ জাতির মহিলারা পান ১০০০ টাকা। আর তপশিলি জাতির মহিলারা পান ১২০০ টাকা। এবার বাড়বে ভাতা।
কদিন ধরে শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করবে মমতা সরকার। শোনা গিয়েছিল, ২০২৬-র ভোটের কথা মাথায় রেখে বাড়াবেন ৩ গুণ।
সদ্য ভাতা বৃদ্ধি নিয়ে সামনে এল এক খবর। এবার থেকে সাধারণ জাতির মহিলারা ১২০০ টাকা। আর তপশিলি জাতির মহিলারা পান ১৫০০ টাকা। অর্থাৎ তিনগুণ নয়। মাত্র ২০০ থেকে ৩০০ টাকা বাড়বে।
তবে, ঠিক কবে থেকে বাড়তি টাকা মিলবে সে প্রসঙ্গে নিশ্চিত খবর মেলেনি।
শোনা যাচ্ছে, আসন্ন রাজ্য বাজেটে ঘোষণা হবে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে।