- Home
- West Bengal
- Kolkata
- প্রতীকী শিরদাঁড়া হাতে সিপি পদত্যাগ চাইতে সিপির সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক জুনিয়ার ডাক্তারদের
প্রতীকী শিরদাঁড়া হাতে সিপি পদত্যাগ চাইতে সিপির সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক জুনিয়ার ডাক্তারদের
| Published : Sep 03 2024, 06:04 PM IST
- FB
- TW
- Linkdin
লালবাজারে জুনিয়ার ডাক্তাররা
শেষ পর্যন্ত দীর্ঘ ২২ ঘণ্টা অবস্থান বিক্ষোভের পরে অবেশেষে লালবাজারে ঢুকতে পারল জুনিয়ার ডাক্তারদের প্রতিনিধি দল।
দেড় ঘণ্টা বৈঠক
লালবাজারে কলকাতা পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করে জুনিয়ার ডাক্তারদের ২২ প্রতিনিধি। লালবাজার থেকে প্রায় দেড় ঘণ্টা পরে তারা বেরিয়ে আসে।
দাবি বিনীত গোয়েলের ইস্তফা
সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই তারা লালবাজারে যায়। সিপির কাছেই সিপির পদত্যাগ দাবি করে।
বৈঠকের ফলাফল
লালবাজার থেকে বেরিয়ে জুনিয়ার ডাক্তারদের প্রতিনিধিরা বলেন,তাঁর আলোচনায় সন্তুষ্ট নয়। ১৪ তারিখ ও ১২ তারিখের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ। তাঁদের দাবি গোটা ঘটনা পুলিশের ব্যর্থতার জন্য।
সিপির পদত্যাগ দাবি
ডাক্তারদের প্রতিনিধিরা জানিয়েছে তাঁরা নিজের অবস্থানে অনড় রয়েছে। তাঁরা মনে করেন গোটা ঘটনার নৈতিক দায় নিয়ে সিপির পদত্যাগ করা উচিৎ।
অবস্থান উঠলেও প্রতিবাদ চলবে
জুনিয়ার ডাক্তাররা জনিয়েছেন, লালবাজার থেকে তাঁরা কোনও সদুত্তর পাননি। তবে বিবি গাঙ্গগুলি স্ট্রিট থেকে অবস্থান তুলে নিচ্ছেন বলেও জানিয়েছেন। কিন্তু প্রতিবাদ চলবে।
সিপি সন্তুষ্ট
জুনিয়ার ডাক্তাররা জানিয়েছেন, সিবি বিনীত গোয়েল তাঁদের সঙ্গে কথা বলেছেন। সেই সময় তিনি জানিয়েছিলেন তিনি নিজের কাজে সন্তুষ্ট। সিপি তাঁদের বলেছেন, যদি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করে তিনি ব্যর্থ তবে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হলে তা তিনি মেনে নেবেন।
প্রতীকী শিরদাঁড়া
এদিন লালবাজার অভিযানে যাওয়ার সময় জুনিয়ার ডাক্তাররা একটি প্রতীকী শিরদাঁড়ি নিয়ে গিয়েছিল। সেটেও কলকাতা পুলিশকে দিয়ে এসেছে বলেও জানিয়েছেন।
২২ ঘণ্টা অবস্থান বিক্ষোভ
২২ ঘণ্টা পরে কলকাতা পুলিশের ব্যারিকেড সরান হল ফিয়ার্স লেনের রাস্তা থেকে। এই ব্যারিকেজ ছেতে আরও ১০০ মিটার পথ মিছিল করবে আন্দোলনকারীরা। এর পরেই লালবাজার থেকে তাদের অবস্থান বিক্ষোভের দূরত্ব থাকবে ৪০০ মিটার। তবে সেখান থেকেই ২২ জনের প্রতিনিধি দল যাবে লালবাদারে। তবে এই ৪০০ মিটার কলকাতা পুলিশের কোনও ব্যারিকেড থাকবে না। মানববন্ধন করেই ভিড় সামাল দেবেন জুনিয়ার ডাক্তাররা। যদিও ভিড়ের ওপর ওপর নজর রাখবে কলকাতা পুলিশ।
কলকাতায় মানব বন্ধন
এদিন আকজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মানব বন্ধন করেন। পাটুলি থেকে শ্যামবাজার পর্যন্ত চলে মানব বন্ধন।