SSC Jobless Teachers Protest: বৃৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে নতুন খসড়া বিধি। নিয়োগ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তিতে চাকরিহারাদের জন্য নেই কিছুই? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

SSC Jobless Teachers Protest: নিয়ম মেনেই প্রকাশিত হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নতুন বিজ্ঞপ্তি এবং শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি প্রকাশিত হল। বৃহস্পতিবার মধ‍্য রাতে ওই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। নয়া বিধি অনুসারে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। তবে তাতে যে মোটেও চিঁড়ে ভিজছে না তা বুঝিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের (WB Jobless Teachers) একাংশ।

চাকরিহারা শিক্ষকদের একটি অংশের বক্তব্য, তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে চান না। এই দাবিতে আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র সদস্যেরা শিয়ালদহ থেকে অর্ধনগ্ন হয়ে নবান্ন অভিমুখে মিছিলের ডাক দিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য, উদ্ভূত পরিস্থিতি তাঁদের ‘নগ্ন’ করে ছেড়ে দিয়েছে। সেই কারণেই প্রতীকী প্রতিবাদ হিসাবে অর্ধনগ্ন হয়ে মিছিল করতে চান তাঁরা। ‘যোগ্য’ চাকরিহারাদের ওই মিছিল শুরুর আগেই পুলিশে পুলিশে ছয়লাপ শিয়ালদহ চত্বর।

সূত্রের খবর, শুক্রবার চাকরিহারাদের মিছিল আটকাতে শিয়ালদহ চত্বরে মোতায়েন করা হয়েছে, ৮৪০ কনস্টেবল, ২৫ র্যাফ, জলকামান, ৫ এসিপি, ১২ ইন্সপেক্টর, ৬০ জন এসআই। এছাড়াও রয়েছে জলকামান, কাঁদানে গ্যাস। সব মিলিয়ে পুলিশে ছয়লাপ। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন আইপিএস পদমর্যাদার পুলিশরাও। মোতায়েন হয়েছে ১৫০ মহিলা পুলিশ-কর্মীও। সব মিলিয়ে চাকরিহারা বিক্ষোভ রুখতে ফুলফর্মে ধড়পাকড় শুরু করে দিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, এদিন চাকরিহারাদের নবান্নের অভিমুখে মিছিল আটকাতে সকাল থেকেই শিয়ালদহ চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। চাকরিহারাদের 'অর্ধনগ্ন' মিছিল আটকাতে কয়েকজন চাকরিহারাকে আটকও করেছে কলকাতা পুলিশ। সব মিলিয়ে চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি রীতিমত উত্তপ্ত।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে ৪০ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। এ ছাড়া তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বিধি অনুসারে, মেধাতালিকা/প্যানেল এবং অপেক্ষমান মেধাতালিকা/ওয়েটিং লিস্ট র মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত। তবে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে সেগুলির মেয়াদ আরও ছমাস বৃদ্ধি করতে পারবে কমিশন। নতুন পরীক্ষাবিধিতে বলা হয়েছে, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর দুবছর লিখিত পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করতে হবে। তার পরে সেগুলি নষ্ট করা যেতে পারে।

তবে ওএমআর শিটের স্ক্যান করা কপি প্যানেলের মেয়াদ শেষের পর ১০ বছর পর্যন্ত সংরক্ষিত করতে হবে। নতুন পরীক্ষাবিধিতে ওএমআর শিট সংরক্ষণের উপর যে জোর দেওয়া হতে পারে, তা আগেই অনুমান করেছিলেন অনেকে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত পরীক্ষাবিধিতেও তেমনটাই প্রতিফলিত হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত নিয়োগবিধিতে উচ্চ প্রাথমিকের ষষ্ঠ থেকে অষ্টম শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার কথাও উল্লেখ রয়েছে। বিধি অনুসারে, উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য আগের মতো এখনও টেট পাশ বাধ্যতামূলক। টেটের প্রাপ্ত নম্বরের সর্বাধিক গুরুত্ব থাকবে সর্বোচ্চ ৪০ নম্বরের। লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৫ নম্বরের। ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া ক্লাস নেওয়ার দক্ষতার উপর ও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ পাঁচ নম্বর করে বরাদ্দ হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।