সংক্ষিপ্ত

অভিনব উদ্যোগ। মেট্রোর মতোই এবার নির্দিষ্ট সময় মেনে ছুটবে বাস।

সেখানে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীরা প্রতি মুহূর্তে দেখতে পাবেন যে, কোন রুটের বাস কখন আসবে। সরকারি এবং বেসরকারি উভয় বাসের সময়ই সেখানে দেখা যাবে বলে জানা যাচ্ছে। তবে শুধু কলকাতা নয়, সল্টলেক এবং কেএমডিএ এলাকার প্রত্যেকটি বাসস্টপে এই টাইম টেবিল বসানো হবে বলে জানা গেছে।

তবে কাজটি যে বেশ জটিল, তা কার্যত মেনে নিয়েছেন পরিবহণ দফতরের কর্তারাও। শহর কলকাতায় সেই অর্থে নির্দিষ্ট করে দেওয়া কোনও বাসস্টপ নেই। তাছাড়া রাস্তায় এমনিতেই ব্যাপক যানজট হয়। সেক্ষেত্রে সময় মেনে বাস আদৌ কতটা পৌঁছতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আপাতত যা ঠিক হয়েছে, পরিবহণ দফতরের সঙ্গে পুরসভা যৌথভাবে বাসস্টপ তৈরি করতে পারে বলে জানা গেছে।

এক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাস ছাড়বে স্ট‌্যান্ড থেকে। অন্যদিকে, নির্দিষ্ট বাসস্টপ ছাড়া বাস দাঁড় করানো যাবে না বলে চালকদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে পরিবহণ দফতর থেকে। আর ধরা পড়লে সেই বাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব‌্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। শুধু তাই নয়, বাসের রেষারেষি বন্ধ করতে নয়া গাইডলাইন আনছে রাজ‌্য সরকার।

সেখানে পরিষ্কার বলা থাকবে, বাঁদিকের লেন দিয়েই বাস চালাতে হবে। রাস্তার মাঝখান দিয়ে কোনওভাবেই যাত্রী তোলা যাবে না বলে আছে সেই নিয়মে। একটি অ‌্যাপের মাধ‌্যমে প্রত্যেকটি বাসের গতিবিধি দেখা হবে। শুধু তাই নয়, যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরদের ব‌্যবহার ঠিক কীরকম হওয়া উচিৎ, এইসব নিয়েও একাধিক নির্দেশ প্রকাশিত করা হবে বলে জানা গেছে।

সেইসঙ্গে, শহরে দুর্ঘটনা কমাতে বাসের রেষারেষি বন্ধ করার জন্য উদ্বিগ্ন রাজ্যের মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় পুলিশ এবং পরিবহণ দফতরকে ব‌্যবস্থা নিতে বলেন। তারপরই মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে পরিবহণমন্ত্রী পুলিশের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানেই এই নয়া গাইডলাইন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে বাসেও এবার যাত্রীসাথী অ‌্যাপের মাধ‌্যমে টিকিট কাটা যাবে বলে ঠিক করা হয়েছে।

ক‌্যাশলেস সিস্টেম পরীক্ষামূলকভাবে ১০ টি সরকারি বাসে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া জনপ্রিয় হলে কিউআর কোড ব‌্যবহার করে আরও একাধিক বাসে এইভাবে টিকিট কাটার কাজ শুরু হবে। এতদিন পর্যন্ত, যাত্রীসাথী অ‌্যাপের মাধ‌্যমে ট‌্যাক্সি বুক করতেন যাত্রীরা। এবার বাসেও টিকিট কাটা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।