- Home
- West Bengal
- Kolkata
- West bengal Holiday: এই সপ্তাহ থেকেই টানা ৫দিনের ছুটি বাংলার স্কুল-কলেজ-অফিসে! বিরাট ঘোষণা নবান্নের
West bengal Holiday: এই সপ্তাহ থেকেই টানা ৫দিনের ছুটি বাংলার স্কুল-কলেজ-অফিসে! বিরাট ঘোষণা নবান্নের
টানা দু সপ্তাহ ধরে ছুটি পেতে চলেছে রাজ্যের স্কুল পড়ুয়া ও সরকারি কর্মীরা। চলতি সপ্তাহের শনি রবিবার তো রয়েইছে, সঙ্গে পরের সপ্তাহেও টানা ছুটি থাকছে তাঁদের। ফলে সামনে একটা লম্বা ছুটি রাজ্যের সরকারি কর্মী ও স্কুলে। কবে কবে? দেখে নিন তারিখ।

প্রতি মাসেই নির্দিষ্ট কিছু ছুটির বাইরেও কিছু বাড়তি ছুটি দেওয়া হয়ে থাকে। অর্থাৎ শুধুমাত্র জাতীয় ছুটির দিনগুলোতেই নয়, প্রতিটি রাজ্যেই রাজ্য সরকারের কিছু নির্দিষ্ট ছুটি থাকে।
তাই তো প্রতি মাসে ছুটির তালিকা প্রকাশ্যে আসা মাত্রই সকলের ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু হয়ে যায়। জানুয়ারি মাস শুরু হওয়া সময়ের অপেক্ষা এখন। তাই তার আগে একনজরে দেখে নেওয়া যাক ওই মাসের ছুটির তালিকা।
রাজ্য ভেদে ছুটির দিন ভিন্ন হতে পারে। কিছু ছুটির দিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যের জন্য প্রযোজ্য। সম্প্রতি ২০২৬ সালে সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে টানা ৫দিনের ছুটি আর শেষের দিকে টানা ৪দিনের ছুটি মিলবে।
এই ঘোষণায় যারপরনাই খুশি বাংলার স্কুল কলেজ পড়ুয়া ও সরকারি কর্মীর। কারণ শুধু সরকারি অফিস নয়, বন্ধ থাকতে চলেছে স্কুল কলেজও। তাই পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করা যেতেই পারে।
এবার জেনে নিন জানুয়ারি মাসের কোন কোন তারিখে ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা। আগে থেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলতে পারবেন তাঁরা।
ছুটির লিস্ট বলছে স্কুল ও সরকারি কর্মীদের ছুটি শুরু হচ্ছে ১০ই জানুয়ারি শনিবার থেকে।
শনিবার ১০ই জানুয়ারি
রবিবার ১১ই জানুয়ারি
সোমবার ১২ই জানুয়ারি বিবেকানন্দ জয়ন্তী
বুধবার মকর সংক্রান্তি
অর্থাৎ মাঝে মঙ্গলবার একটা ছুটি নিলেই টানা ৫দিনের বিরতি পেয়ে যাবেন সরকারি কর্মীরা ও স্কুল পড়ুয়ারা।
এখানেই শেষ নয়। জানুয়ারির শেষের দিকেও রয়েছে ছুটিই ছুটি।
২৩শে জানুয়ারি শুক্রবার নেতাজী জয়ন্তী ও সরস্বতী পুজো
২৪শে জানুয়ারি শনিবার
২৫শে জানুয়ারি রবিবার
২৬শে জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবস

