সংক্ষিপ্ত

বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতারা।

নবান্ন অভিযান ঘিরে অশান্তির পরদিনই বিরোধীদের মোকাবিলা করার জন্য দলকে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে 'বদলা নয়, বদল চাই' স্লোগান বদলে দিলেন তিনি। অশান্তি চান না বললেও, দলীয় কর্মীদের যা দরকার সেটা করার কথা বলে দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি এদিন বলেন, 'আমায় অনেক গালাগালি দিয়েছেন। অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি। আমি ভেবে দেখলাম, এদের বিরুদ্ধে কোনও দিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি, ওই কথা নয়। আজ বলছি, যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে আপনি কামড়াবেন না ঠিকই। কিন্তু ফোঁস তো করতে পারেন।'

অবাঙালিদের বিশেষ বার্তা মমতার

কিছুদিন আগে ‘বহিরাগত’ ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার দলীয় মঞ্চ থেকে অবাঙালিদের উদ্দেশ্যে মমতা বলেন, 'বাইরের যাঁরা বাংলায় আছেন, তাঁরা নিজের মনে করে থাকুন। বিজেপির সঙ্গে মিশে গিয়ে পুলিশকে পেটালেন। মনে রাখবেন, আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে। আমি সেটা চাই না। আমি মৃত্যু চাই না। কিন্তু বাংলায় থাকতে গেলে ভালবেসে থাকতে হবে। এত দুর্বল ভাবার কোনও কারণ নেই।'

হিংসায় উস্কানির অভিযোগ সুকান্তর

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'হিংসায় উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। উনি সাংবিধানিক পদে থেকে ফোঁস করতে বলছেন। কীভাবে ঠান্ডা করতে হয় বাংলার মানুষ জানে।' বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগও জানিয়েছেন সুকান্ত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

"বাংলায় আগুন লাগালে, আপনার গদি টলমল করে দেব.."- মেয়ো রোড থেকে মোদীকে হুঁশিয়ারি মমতার

'ব্যর্থতার রাজনীতির মাধ্যমে ভারতে আগুন লাগানোর চেষ্টা করবেন না,' মমতাকে তোপ হিমন্ত বিশ্বশর্মার

YouTube video player