কেন্দ্রের বিরুদ্ধে ২ দিনের ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে ২ দিনের ধর্নায় বসেছেন। কেন রাজ্যকে তার প্রকল্পের প্রাপ্ত অর্থ দেওয়া হচ্ছে না তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসেছেন তিনি। ২ দিনের এই ধর্নার প্রথম দিনেই বিজেপি-সহ সিপিএম-কে একহাত নিলেন তিনি।
কেন্দ্রের বিরুদ্ধে ২ দিনের ধর্না মঞ্চ থেকে রাজ্যে বিরোধী সমস্ত দলগুলিকে কড়া হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেভাবে সরকারি কর্মীরা আন্দোলন করছেন তার পিছনে রয়েছে কোঅর্ডিনেশন কমিটি। সিপিএম-এর সরকারি কর্মী সংগঠন হেন কাজ নেই যে করতে পারে না বলেও মন্তব্য করেন মমতা। সেই সঙ্গে বিজেপি-কেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দিন কয়েক আগে কলকাতার বন্ডেল গেটে এক শিশুকন্যাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে যেভাবে জনতা পুলিশকে আক্রমণ করে ও পুলিশের গাড়িতে আগুন লাগানো থেকে একের পর এক পাবলিক সম্পত্তি ভাঙচুর করে, তারও তীব্র নিন্দা করেন তিনি। এর পিছনে কোনও চক্রান্ত জড়িত বলেও মনে করছেন তিনি |