সংক্ষিপ্ত

তৃণমূল সুপ্রিমোর সাথে এক মঞ্চে উপস্থিত রয়েছেন সৌগত রায়, সুজিত বসু, বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি, শশী পাঁজা সহ বহু নেতামন্ত্রীরা।

কেন্দ্রের বিজেপি সরকারের দ্বারা বিরোধী দলগুলির ওপর ‘হেনস্থা’ এবং রাজ্যের প্রতি আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিবাদে ২৯ মার্চ দু'দিনের ধর্না শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রেড রোডে বুধবার নির্ধারিত সময়েই পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ধর্নামঞ্চে তাঁর দু’পাশে রয়েছেন অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম।

তৃণমূল সুপ্রিমোর সাথে এক মঞ্চে উপস্থিত রয়েছেন সৌগত রায়, সুজিত বসু, বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি, বীরবাহা হাঁসদা, ইন্দ্রনীল সেন, জ্যোৎস্না মান্ডি, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজাতা মণ্ডল, দেবাশিষ কুমার সহ বহু নেতামন্ত্রীরা। রয়েছেন মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিমও। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনেই রাখা হয়েছে ভারতের সংবিধান। তাতে মালা পরিয়ে দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। 

আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছে সবমিলিয়ে মোট ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পায় পশ্চিমবঙ্গ, এই দাবি নিয়েই বুধবার থেকে ২ দিনের ধর্নায় বসেছেন বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি ভারতের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়েও প্রতিবাদ জানানো হচ্ছে তৃণমূলের ধর্নামঞ্চে। 

আরও পড়ুন-
ডিএ আন্দোলনকারীদের ধর্নামঞ্চের পাশেই অভিষেকের সভা, তারপরেই ৩ দিনের দিল্লি সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
মমতা-অভিষেকের জোড়া সভার দাপট, বুধবার তৃণমূলী উদ্যোগে বিশেষভাবে প্রস্তুত কলকাতা
বয়ফ্রেন্ডের গলা জড়িয়ে গভীর বক্ষবিভাজনে আগুন ঝরাচ্ছেন অজয়-কাজলের আদরের কন্যা নায়শা দেবগন