চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারেই বেরোতে দেখা গেল তাঁকে।
- Home
- West Bengal
- Kolkata
- Mamata Banerjee Injured LIVE blog: হুইলচেয়ারে করে মমতা বেরোলেন SSKM থেকে, ফিরলেন বাড়ি
Mamata Banerjee Injured LIVE blog: হুইলচেয়ারে করে মমতা বেরোলেন SSKM থেকে, ফিরলেন বাড়ি
মঙ্গলবার রাত ১০টা পরে এসএসকেএম থেকে বের হন মুখ্যমন্ত্রী। হুইলচেয়ারে করেই হাসপাতাল থেকে বের হন তিনি। উঠে বসেন নিজের গাড়িতে। গাড়ি রওনা দেয় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশে। চিকিৎসকরা জানিয়েছেন বেশ কয়েকদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ারেই বসে কাটাতে হবে। কারণ পায়ের ওপর চাপ দেওয়া চলবে না কোনওভাবেই। MRI এবং অন্য পরীক্ষানিরীক্ষা হওয়ার পর দেখা যায়, চোট গুরুতরই। কিন্তু হাসপাতালে মমতা থাকতে চাইছেন না বলে খবর মিলেছিল। হাসপাতাল সূত্রের খবর ২০২১ সালের মত গুরুতর চোট না পেলেও হেলিকপ্টার বিপত্তিতে তিনি বাঁ দিকে ভালোই চোট পেয়েছেন। এমআরআই, সিটিস্ক্যান, এক্সরে করা হয়েছে। তারপরই মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
- FB
- TW
- Linkdin
এমআরআই করে ধরা পড়ল চোটের গুরুত্ব। সেই পরীক্ষাতেই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে। চোট পেয়েছেন বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও।
আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমআরআই পরীক্ষা করা হয়। তাঁর জন্য তৈরি রয়েছে উডবার্ন ওয়ার্ডের ১২ নম্বর কেবিন। সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা হয়। তবে হাসপাতালে থাকতে চাইছেন না মমতা। সেক্ষেত্রে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ রয়েছেন জেনে স্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। ট্যুইটারে লিখলেন সে কথা। এদিন দুর্যোগের মধ্যে পড়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। তড়িঘড়ি নামতে গিয়ে পা-কোমরে চোট লাগে তাঁর। কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন তিনি। তবে এর মধ্যেই তাঁর খোঁজ নেন রাজ্যপাল।
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএম যান। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল । মেডিক্যাল রিপোর্ট এসেই স্পষ্ট করে জানা যাবে কী হয়েছে।
বিধানসভা নির্বাচনের স্মৃতি ফিরল পঞ্চায়েত নির্বাচনের প্রচারে। এবারও ভোট প্রচারে গিয়ে পায়ে চোট পেলেন মমতা। ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে।
'ভোট এলেই কেন বারবার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী? বার বার পায়ে আঘাত মানেই শুভ লক্ষণ নয়,' কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের।
এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলে হুইলচেয়ার এনে দেন সেখানকার কর্মীরা। মুখ্যমন্ত্রী যদিও হুইলচেয়ার ব্যবহার করতে সম্মত হননি। গাড়ি থেকে নামার সময় শরীরের ভারসাম্যও হারিয়ে ফেলতে দেখা যায় তাঁকে। তখনই তাঁকে ধরে নেন হাসপাতালের এক মহিলা কর্মী। মমতাকে ধরে ভিতরে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালের ভিতরে ঢোকেন।
চপার দুর্ঘটনায় কোমরে-পায়ে জোর চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল এসএসকেএমে