11:53 PM (IST) Jun 27
হুইলচেয়ারে করে মমতা বেরোলেন SSKM থেকে

চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারেই বেরোতে দেখা গেল তাঁকে।

08:13 PM (IST) Jun 27
লিগামেন্ট ও হিপ জয়েন্টে চোট মমতার

এমআরআই করে ধরা পড়ল চোটের গুরুত্ব। সেই পরীক্ষাতেই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে। চোট পেয়েছেন বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও।

07:32 PM (IST) Jun 27
হাসপাতালে থাকতে নারাজ মমতা, করা হল MRI

আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমআরআই পরীক্ষা করা হয়। তাঁর জন্য তৈরি রয়েছে উডবার্ন ওয়ার্ডের ১২ নম্বর কেবিন। সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা হয়। তবে হাসপাতালে থাকতে চাইছেন না মমতা। সেক্ষেত্রে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। 

07:31 PM (IST) Jun 27
মুখ্যমন্ত্রী সুস্থ জেনে স্বস্তিতে রাজ্যপাল, জানালেন ট্যুইটে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ রয়েছেন জেনে স্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। ট্যুইটারে লিখলেন সে কথা। এদিন দুর্যোগের মধ্যে পড়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। তড়িঘড়ি নামতে গিয়ে পা-কোমরে চোট লাগে তাঁর। কলকাতায় ফিরেই এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন তিনি। তবে এর মধ্যেই তাঁর খোঁজ নেন রাজ্যপাল।

06:56 PM (IST) Jun 27
অবস্থা স্থিতিশীল মুখ্যমন্ত্রীর, জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএম যান। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল । মেডিক্যাল রিপোর্ট এসেই স্পষ্ট করে জানা যাবে কী হয়েছে।

06:46 PM (IST) Jun 27
বিধানসভা নির্বাচনের স্মৃতি ফিরল পঞ্চায়েত নির্বাচনের প্রচারে

বিধানসভা নির্বাচনের স্মৃতি ফিরল পঞ্চায়েত নির্বাচনের প্রচারে। এবারও ভোট প্রচারে গিয়ে পায়ে চোট পেলেন মমতা। ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে।

Read Full Story
06:19 PM (IST) Jun 27
ভোট এলেই কেন পায়ে আঘাত মুখ্যমন্ত্রীর? প্রশ্ন সুকান্ত মজুমদারের

'ভোট এলেই কেন বারবার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী? বার বার পায়ে আঘাত মানেই শুভ লক্ষণ নয়,' কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। 

06:15 PM (IST) Jun 27
পায়ে বেশ ব্যথা, খুঁড়িয়ে হাঁটছেন মমতা

এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলে হুইলচেয়ার এনে দেন সেখানকার কর্মীরা। মুখ্যমন্ত্রী যদিও হুইলচেয়ার ব্যবহার করতে সম্মত হননি। গাড়ি থেকে নামার সময় শরীরের ভারসাম্যও হারিয়ে ফেলতে দেখা যায় তাঁকে। তখনই তাঁকে ধরে নেন হাসপাতালের এক মহিলা কর্মী। মমতাকে ধরে ভিতরে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালের ভিতরে ঢোকেন।

06:10 PM (IST) Jun 27
চপার দুর্ঘটনায় কোমরে-পায়ে জোর চোট মমতার

চপার দুর্ঘটনায় কোমরে-পায়ে জোর চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল এসএসকেএমে

Read more Articles on