Kidney Health: ভারতে বহু মানুষ কিডনির রোগে আক্রান্ত। এই রোগ কোনওভাবেই উপেক্ষা করা যায় না। কিডনি ভালো রাখার বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতাল।

DID YOU
KNOW
?
কিডনির জন্য হাঁটা
চিকিৎসকদের মতে, কিডনি ভালো রাখার জন্য নিয়মিত ঘাম ঝরিয়ে হাঁটা জরুরি। নিয়মিত হাঁটলে শরীর ও মন ভালো থাকবে।

A Walk for Your Kidney: 'কিডনির জন্য হাঁটা।' রবিবার সকালে সল্টলেকে (Salt Lake, Kolkata) এমনই অভিনব দৃশ্য দেখা গেল। এক বেসরকারি হাসপাতালের উদ্যোগে কিডনি ভালো রাখার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে চতুর্থ বার্ষিক ওয়াকাথন (Walkathon) আয়োজন করা হয়েছিল। এই ওয়াকাথনের শিরোনাম ছিল, 'আপনার কিডনির জন্য হাঁটা।' সকাল সাতটায় সল্টলেকে হাসপাতালের সামনে থেকে হাঁটা শুরু হয়। বিভিন্ন বয়সের প্রায় ১,০০০ মানুষ এই ওয়াকাথনে যোগ দেন। চিকিৎসকদের মতে, কিডনি ভালো রাখার জন্য নিয়মিত শারীরিক কসরত বা শরীরচর্চা করা জরুরি। বিশেষ করে হাঁটা অত্যন্ত জরুরি। তবে শুধু হাঁটলেই হবে না, শারীরিক পরিশ্রম হয় এবং ঘাম ঝরে এমনভাবে হাঁটতে হবে। তাহলেই কিডনি ভালো রাখা যাবে এবং বর্তমান সময়ে জীবনযাত্রার ধরনের জন্য যে ধরনের রোগ হয় সেগুলি থেকে রেহাই পাওয়া যাবে। এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। রবিবার সকালে দেখা গেল, অনেকেই সচেতন হয়ে উঠেছেন। তবে এখনও অনেক পথ চলা বাকি। সবাইকে সচেতন করে তুলতে পারলে তবেই সুস্থ দেশ ও সমাজ গড়ে তোলা যাবে।

কিডনির স্বাস্থ্য সচেতনতা প্রচারে বিশিষ্ট ব্যক্তিরা

রবিবার সকালে কিডনির জন্য এই ওয়াকাথনে অতিথি হিসেবে ছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ (Leander Paes), অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), পর্বতারোহী পিয়ালি বসাক (Piyali Basak), বিধাননগরের ডিসিপি অনীশ সরকার (Aneesh Sarkar, DCP Bidhannagar), হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ড. প্রতিম সেনগুপ্ত (Dr. Pratim Sengupta)-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা সুস্থ থাকার জন্য নিয়মিত শরীরচর্চার উপর জোর দেওয়ার কথা বলেন।

হাঁটার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা

হাসপাতালের প্রতিষ্ঠাতা জানিয়েছেন, ‘চিকিৎসক হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে স্বাস্থ্যক্ষেত্রে রোগ প্রতিরোধের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। হাঁটা সবচেয়ে সহজ ও সবচেয়ে কার্যকরী শারীরিক কসরত। হাঁটলে হৃদযন্ত্র ভালো থাকে, কিডনির কার্যকলাপে সাহায্য হয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।