- Home
- West Bengal
- Kolkata
- অক্সফোর্ডের কলেজে ভাষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়! জানেন আসলে তাঁর পড়াশোনার দৌড় কতদূর?
অক্সফোর্ডের কলেজে ভাষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়! জানেন আসলে তাঁর পড়াশোনার দৌড় কতদূর?
লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কেলগ কলেজে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শুরুর আগেই সভাঘর ‘হাউসফুল! তবে যাকে নিয়ে এত চর্চা, দাপুটে রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কতদূর পড়াশোনা করেছেন, জানেন?
- FB
- TW
- Linkdin
)
দেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর শুধু দেশ কেন, বিশ্বজোড়া খ্যাতি তার।
রাজনীতিবিদ থেকে কবি, চিত্রকার বহুমুখী প্রতিভার অধিকারী আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান।
বৃহস্পতিবার অর্থাৎ আজ লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কেলগ কলেজের হল ঘরে বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী।
সেই অনুষ্ঠান শুরুর ৪৮ ঘণ্টা আগেই সংশ্লিষ্ট সভাঘর একেবারে ‘হাউসফুল বলে খবর!
তবে যাকে নিয়ে এত চর্চা, দাপুটে রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানেন?
কতদূর পড়াশোনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? Mamata Banerjee
আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Educational Qualifications) নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই।
তবে আজকাল ইন্টারনেট এর যুগে সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের পড়াশোনা নিয়ে নানা ভুয়ো তথ্য ঘুরে বেড়ায়।
আজ আমরা আপনাকে দেব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দেশের অন্যতম জনপ্রিয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিক্ষাগত যোগ্যতা নিয়ে সঠিক তথ্য।
২০১১ সালের রাজ্যে শাসকদলের পালাবদলের পর বাংলায় মুখ্যমন্ত্রীর আসনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতে নির্বাচনে প্রার্থী হতে গেলে তার আগে প্রার্থীকে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিতে হয়। তাতে আয়, আয়ের উৎস, একাধিক বিষয়ের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা নিয়েও তথ্য দিতে হয়।
শেষ ২০২১ সালে ভবানীপুর বিধানসভার উপ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় যে হলফনামা তৃণমূল সুপ্রিমো জমা দিয়েছিলেন।
তাতে নিজের শিক্ষাগত যোগ্যতারও উল্লেখ করেছেন তিনি। সেই হলফনামা থেকে পাওয়া তথ্য অনুযায়ী,
১৯৭০ সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন তিনি। এরপর ১৯৭৪ সালে যোগমায়া দেবী কলেজ (কলকাতা বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক (BA) হন।
পরবর্তীতে ১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই মাস্টার্স পাশ করেন। এরপর ১৯৮০ সালে শ্রী শিক্ষাতন (কলকাতা বিশ্ববিদ্যালয়) থেকে B.Ed কর্মশিক্ষায় প্রশিক্ষিত
১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে এলএলবি (LLB) পাশ করেন মমতা বন্দোপাধ্যায়। তো এই রইল তৃণমূল সুপ্রিমোর শিক্ষাগত যোগ্যতা।