- Home
- West Bengal
- Kolkata
- মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সন্দেহভাজন যুবকের ঘোরাফেরা, এয়ারগান সহ গ্রেফতার অভিযুক্ত
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সন্দেহভাজন যুবকের ঘোরাফেরা, এয়ারগান সহ গ্রেফতার অভিযুক্ত
Mamata Banerjee News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পিস্তল হাতে নিয়ে ঘোরাফেরা সন্দেহভাজন এক ব্যক্তির।। কী কারণে ঘুরছিল ওই ব্যক্তি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সন্দেহভাজন ব্যক্তি
শুক্রবার ভরদুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি এয়ারগান ও কয়েকটি গুলি। কী উদ্দেশে সে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঘোরাফেরা করছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
এয়ারগান নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঘোরাফেরা
সূত্রের খবর, এয়ারগান নিয়ে বছর ৫১-র ওই ব্যক্তি শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ঘোরাফেরা করছিল। প্রথমে তার চালচলনে সন্দেহ হওয়ায় তাকে আটক করে নিরাপত্তারক্ষীরা। ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় বেশকিছু গুলি ও এয়ারগান।
ধৃতের বিরুদ্ধে কী পদক্ষেপ
সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায় (৫১)। তিনি কলকাতারই একটি নামী বেসরকারি স্কুলে শিক্ষকতার চাকরি করেন। শুধু তাই নয়। তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য বলেও জানিয়েছেন পুলিশি জেরায়। দেবাঞ্জন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই এসেছিল বলে জানায় পুলিশকে।
কী দাবি অভিযুক্তের
সূত্রের খবর, অভিযুক্ত শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য হওয়ায় তার কাছে সব সময় একটি এয়ারগান থাকে বলে জানা গিয়েছে। যদিও পুলিশি জেরায় সন্দেহজনক কিছু না মেলায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কী বলছেন মুখ্যমন্ত্রী?
যদিও এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে হাই সিকিউরিটি জোন হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা সব সময়ই কড়াকড়ি থাকে বলে জানা গিয়েছে। সেই কারণেই এই নাকাচেকিং।

