Marriage Story: এক দশক পর ফের বিয়ে! অভিনব উদ্যোগ পর্ণশ্রীর দম্পতির

এক দশক সংসার করার পর ফের বিয়ে করলেন এক দম্পতি। এই অভিনব ঘটনা দেখা গেল বেহালার পর্ণশ্রীতে। ১০ বছর পর প্রথবার বিয়ে করার অনুভূতি ফিরে পেলেন সুপ্রিয়-ঈশিতা।

/ Updated: Jan 24 2024, 08:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এক দশক সংসার করার পর ফের বিয়ে করলেন এক দম্পতি। এই অভিনব ঘটনা দেখা গেল বেহালার পর্ণশ্রীতে। প্রথমবার যখন সুপ্রিয় কর ও ঈশিতা দাস বিয়ে করেন, তখন তাঁদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সেই কারণে সেই সময় জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করতে পারেননি। এখন আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। সেই কারণে সাধ পূর্ণ করে নিলেন। আত্মীয়, বন্ধু, প্রতিবেশীরা এই দম্পতির নতুন বিয়ের সাক্ষী থাকলেন।

সুপ্রিয় ও ঈশিতার দ্বিতীয়বার বিয়ে উপলক্ষে তাঁদের আইবুড়ো ভাত খাওয়ান পরিজনরা। বিয়ের যাবতীয় আচার পালন করা হয়। তাঁদের বাড়ি সাজিয়ে তোলা হয়। আংটি বদল, শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান সবই হয়েছে নতুন করে। নতুন শাড়ি, গয়না, প্রসাধনীতে সেজে ওঠেন ঈশিতা। সুপ্রিয়র পরনে ছিল নতুন পাজামা-পাঞ্জাবি। বিয়ের আসর মেতে ওঠে উলু-শঙ্খধ্বনিতে। ১০ বছর পর প্রথবার বিয়ে করার অনুভূতি ফিরে পেলেন সুপ্রিয়-ঈশিতা।