Nabanna Abhijan 2025: গত শনিবার নবান্ন অভিযানে গিয়ে মারাত্মক জখম হন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) নির্যাতিতা চিকিৎসকের মা। পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে।
KNOW
Kolkata Police: কলকাতা পুলিশ যে 'আবেদন' জানিয়েছিল, তাতে সাড়া পাওয়া গেল না। শনিবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan 2025) সময় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) নির্যাতিতা চিকিৎসকের মাকে মারধর করার যে অভিযোগ উঠেছে, সে সংক্রান্ত কোনও ফুটেজ কেউ পুুলিশের কাছে জমা দিল না। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কলকাতার জয়েন্ট সিপি (সদর) মীরাজ খালিদ বলেন, পুলিশ নির্যাতিতার মাকে মেরেছে, এমন কোনও প্রমাণ নেই। তবে কারও কাছে যদি ওই ঘটনা সংক্রান্ত কোনও ভিডিও বা ছবি থাকে, ত হলে তাঁরা যেন সেই ফুটেজ পুলিশের কাছে জমা দেন। কিন্তু বুধবার সন্ধেবেলা পর্যন্ত এ বিষয়ে কোনও ফুটেজ পায়নি কলকাতা পুলিশ (Kolkata Police)। ফলে এবার লালবাজার কী করবে, সে বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। ফুটেজ না থাকায় হয়তো প্রমাণের অভাবে পুলিশের পক্ষে এই অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হবে না।
শনিবার ঠিক কী হয়েছিল?
শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আর জি করের নির্যাতিতার বাবা-মা। নির্যাতিতার বাবার অভিযোগ, নবান্ন অভিযানের দিন দুপুর দুটো নাগাদ কলকাতার কিড স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোড ক্রসিংয়ের কাছে কয়েকজন পুলিশকর্মী নির্যাতিতার মায়ের ডান হাত টেনে ধরেন। এর ফলে তাঁর হাতে থাকা শাঁখা ভেঙে যায়। এরপরেই পুলিশকর্মীরা লাঠি দিয়ে নির্যাতিতার মায়ের মাথায় এবং পিঠে আঘাত করেন বলে অভিযোগ। মঙ্গলবার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ই-মেল করে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন নির্যাতিতার বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিকল্পিত হামলার অভিযোগ
নির্যাতিতার বাবার অভিযোগ, পরিকল্পনা করেই তাঁর স্ত্রীর উপর হামলা চালানো হয়েছে। এই হামলায় তাঁর মৃত্যুও হতে পারত। নির্যাতিতার বাবার আরও অভিযোগ, কলকাতা পুলিশ তাঁদের হেনস্থা করেছে। যদিও সে কথা মানতে নারাজ কলকাতা পুলিশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


