বাংলার সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার? জেনে নিন আপডেট
সরকারি কর্মীদের অবসরের বয়স নিয়ে আপডেট দিল নবান্ন। জানা গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়াতে পারে। এক ধাক্কায় রিটায়ারমেন্টের বয়স ৬০ বছর থেকে বেড়ে ৬৫ বছর করা হতে পারে। জেনে নিন কী হতে চলেছে।

পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়াতে পারে। জানা গিয়েছিল এক ধাক্কায় রিটায়ারমেন্টের বয়স ৬০ বছর থেকে বেড়ে ৬৫ বছর করা হতে পারে। জেনে নিন কী হতে চলেছে।
এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি হয়। তবে কি সত্যিই ৫ বছর বাড়ছে কর্মজীবন? এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া এক বিজ্ঞপ্তির জেরেই এই সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়ানোর খবর বের হয়।
সেখানে দাবি করা হয়েছিল রাজ্যের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল শিক্ষকদের অবসর ৫ বছর বাড়িয়ে ৬০ থেকে ৬৫ বছর করে দেওয়া হচ্ছে।
এমন একটা বিজ্ঞপ্তি ভাইরাল হতে সময় লাগেনি। এরপরেই শুরু হয়ে তুমুল আলোচনা। এর পরেই বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানিয়ে দেন আসল কথা। সোশ্যাল মিডিয়াতে একটি বিজ্ঞপ্তি জারি হয়। সেখানেই জানানো হয় বয়স বৃদ্ধির কথা।
তবে এই সংবাদ ভুয়ো বলেই জানিয়ে দিলেন ব্রাত্য বসু। এমন কিছুই করা হচ্ছে না জানান তিনি। অবসরের বয়স অপরিবর্তিত থাকছে বলে জানিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

