'নবীন বাবু বোকা নয়, নবীন বাবু মমতাকে ভালো করেই চেনেন' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

মমতা-নবীনের বৈঠককে কটাক্ষ শুভেন্দুর। শুভেন্দু বলেন, ‘নবীন বাবু মমতাকে ভালো করেই চেনেন। ওই জন্যই কোন ভোটেই মমতাকে সঙ্গ দেন না। নবীন বাবু বোকা নয়, অত্যন্ত চালাক। নবীন বাবু উদারতা দেখিয়ে দুই একর জমি দিয়েছেন।’

Share this Video

মমতা-নবীনের বৈঠককে কটাক্ষ শুভেন্দুর। শুভেন্দু বলেন, 'নবীন বাবু মমতাকে ভালো করেই চেনেন। ওই জন্যই কোন ভোটেই মমতাকে সঙ্গ দেন না। নবীন বাবু বোকা নয়, অত্যন্ত চালাক। নবীন বাবু উদারতা দেখিয়ে দুই একর জমি দিয়েছেন। পুরীতে মমতা আরও একটি প্রাসাদ তৈরি করবেন। সাদ্দাম ও জন কিমেরও এত প্রাসাদ নেই। উপান্ন-সৌজন্য কে ব্যবহার করে একটু খবর নিন। ডিএ দিচ্ছেন না, ৫০-১০০ কোটি টাকা খরচ করছেন। বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর।

Related Video