- Home
- West Bengal
- Kolkata
- বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট দুসংবাদ! ৬ শতাংশ ভুলে যান, এখন বাড়ানোই হবে না DA
বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট দুসংবাদ! ৬ শতাংশ ভুলে যান, এখন বাড়ানোই হবে না DA
| Published : Jan 14 2025, 12:00 PM IST / Updated: Jan 14 2025, 12:37 PM IST
বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট দুসংবাদ! ৬ শতাংশ ভুলে যান, এখন বাড়ানোই হবে না DA
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
বিরাট দুসংবাদ বাংলার সরকারি কর্মীদের জন্য।
210
নবান্ন থেকে মিলল নয় আপডেট। জারি করা হল নোটিশ
310
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বাংলার ডিএ মামলা বারবার উঠলেও শুনানি হচ্ছে না।
410
ফলে সব মিলিয়ে মাসের পর মাস বছরের পর বছর ধরে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলার সরকারি কর্মীদের।
510
এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও জানিয়ে দিল কোনও মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে না।
610
নবান্ন থেকে জানানো হয়েছে ৬ শতাংশ তো দূরে থাক, আপাতত কোনও ভাতা বা ডিএ বৃদ্ধি করা হবে না।
710
কেন্দ্রীয় সরকারের কর্মচারিদের সঙ্গে ডিএ-র ব্যবধান বেশ কয়েক শতাংশ রাজ্য সরকারি কর্মীদের।
810
এরই মাঝে এমন খবর মেলায় বেশ হতাশ রাজ্য সরকারি কর্মীরা।
910
বাংলার সরকারি কর্মীরা এখন তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে।
1010
তবে আশার আলো প্রায় নেই বললেই চলে।
Read more Articles on