- Home
- West Bengal
- Kolkata
- বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট দুসংবাদ! ৬ শতাংশ ভুলে যান, এখন বাড়ানোই হবে না DA
বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট দুসংবাদ! ৬ শতাংশ ভুলে যান, এখন বাড়ানোই হবে না DA
পশ্চিমবঙ্গে ডিএ (Dearness Allowance) নিয়ে বিতর্কের শেষ নেই। কবে এই বিতর্কের অবসান ঘটবে? উত্তর জানা নেই কারোর। তবে এরই মাঝে মিলল খারাপ খবর। এখনই বাড়ানো হচ্ছে না ডিএ। কী জানাচ্ছে নবান্ন?
110

Image Credit : Getty
বিরাট দুসংবাদ বাংলার সরকারি কর্মীদের জন্য।
210
Image Credit : stockPhoto
নবান্ন থেকে মিলল নয় আপডেট। জারি করা হল নোটিশ
310
Image Credit : Asianet News
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বাংলার ডিএ মামলা বারবার উঠলেও শুনানি হচ্ছে না।
410
Image Credit : facebook
ফলে সব মিলিয়ে মাসের পর মাস বছরের পর বছর ধরে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলার সরকারি কর্মীদের।
510
Image Credit : stockPhoto
এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও জানিয়ে দিল কোনও মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে না।
610
Image Credit : stockPhoto
নবান্ন থেকে জানানো হয়েছে ৬ শতাংশ তো দূরে থাক, আপাতত কোনও ভাতা বা ডিএ বৃদ্ধি করা হবে না।
710
Image Credit : stockPhoto
কেন্দ্রীয় সরকারের কর্মচারিদের সঙ্গে ডিএ-র ব্যবধান বেশ কয়েক শতাংশ রাজ্য সরকারি কর্মীদের।
810
Image Credit : Asianet News
এরই মাঝে এমন খবর মেলায় বেশ হতাশ রাজ্য সরকারি কর্মীরা।
910
Image Credit : facebook
বাংলার সরকারি কর্মীরা এখন তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে।
1010
Image Credit : Asianet News
তবে আশার আলো প্রায় নেই বললেই চলে।
Latest Videos