- Home
- West Bengal
- Kolkata
- লক্ষ্মীর ভান্ডারে নতুন আবেদন করলেই মিলবে ২০০০ টাকা? আচমকা নয়া আপডেট! পুরোনো অ্যাকাউন্টের কী হবে?
লক্ষ্মীর ভান্ডারে নতুন আবেদন করলেই মিলবে ২০০০ টাকা? আচমকা নয়া আপডেট! পুরোনো অ্যাকাউন্টের কী হবে?
- FB
- TW
- Linkdin
রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছেন। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, রূপশ্রী এগুলি অন্যতম।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারন মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তপশিলি বা উপজাতির মহিলারা ১২০০ টাকা পেয়ে থাকেন।
তবে এবার মিলেছে দারুণ খবর! এবার থেকে ১০০০ টাকা নয় বরং ২০০০ টাকার আর্থিক সাহায্য পাবেন রাজ্যের মহিলারা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে (Lakshmir Bhandar Scheme) চলতি বছর আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছেন।
এখন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে। ১০০০ টাকার পরিবর্তে এবার ২০০০ টাকার সাহায্য পাবেন মহিলারা।
তবে কি নতুন করে আবেদন করতে হবে? পুরোনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টগুলি কি বাতিল করা হচ্ছে? আগেই জেনে নিন নতুন আপডেট।
এখন জেনে নেওয়া যাক, সরকার কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করবে। আর এই পরিমাণ টাকা পাওয়ার জন্য আপনাকে নতুন করে আবেদন করতে হবে নাকি।
লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে, এবার নাকি এই প্রকল্পে আরো বাড়তে পারে ভাতার পরিমান।
অনেকে ধারণা করছেন যে, ভবিষ্যতে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা ১৫০০ টাকা থেকে একেবারে ২০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে।
আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনো পর্যন্ত আলোচনার কেন্দ্রে। লক্ষ্মীর ভাণ্ডার বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজনীতি ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে।
সাধারণত প্রত্যেক মাসে মহিলারা মাসের শুরুতেই প্রকল্পের অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। ভাতা বৃদ্ধির খবরে রাজ্যের সকল মহিলা আনন্দিত।
তবে এখনো পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোন ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার।