সংক্ষিপ্ত
Theme Puja:গত কয়েক বছরই তাক লাগিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের লেবুতলা পর্কের দুর্গাপুজো। এবারও যাতে তার ব্যতিক্রম না হয় তার ব্যবস্থা এখন থেকেই করতে শুরু করেছে পুজো উদ্যোক্তারা।
Theme Puja:গত কয়েক বছরই তাক লাগিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের লেবুতলা পর্কের দুর্গাপুজো। এবারও যাতে তার ব্যতিক্রম না হয় তার ব্যবস্থা এখন থেকেই করতে শুরু করেছে পুজো উদ্যোক্তারা। কারণ এবার ৯০ তম বছরে পা রাখতে তাদের দুর্গাপুজো। তাই সম্পূর্ণ অন্য ব্যবস্থা করতে চাইছে উদ্যোক্তারা। আর সেই কারণেই এবার বিশেষ থিম নির্বাচন করছে লেবুতলা পার্ক।
সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয় এবার ফুটে উঠবে আস্ত স্পেস স্টেশন। মহাকাশের স্পেস স্টেশনে প্রায় ৯ মাস আটকে পড়েছিলেন সুনীতা উইলিয়াসম। সেই থিমই এবার ফুটে উঠবে লেবুতলা পার্কের দুর্গাপুজোয়। তাই পুজোর সময় যে কোনও দিন নতুন জামা পরে পৌঁছে যেতে পরেন স্পেশ স্টেশনে। উদ্যোক্তাদের কথায় হাওয়ায় ভাসমান প্যারাস্যুট আর মহাশূন্যের শীতল পরিবেশ হাতেকলমে প্রত্যক্ষ করতে পারবেন আপনিও। তবে এরজন্য বিশেষ কষ্ট করতে হবে না। ভিড় ঠেলে পৌঁছে যেতে হবে সন্তোষ মিত্র স্কোয়ারের লেবুতলা পার্কের পুজোয়।
নভোশ্চরদের প্রত্যাবর্তনের সুখবরে যখন আনন্দে-উচ্ছ্বাসে ভাসছে গোটা বিশ্ব, ঠিক তখনই কলকাতার বুকে অভিনব উপায়ে তাদের ঘরে ফেরার উদযাপনের পরিকল্পনা করছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা। এই বিষয়ে সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি উদ্যোক্ত সজল ঘোষ বলছেন, 'আজকের ঘটনাটা কেন্দ্র করে, সুনীতা উইলিয়ামসের মধ্যে একটা ভারতীয় রক্ত আছে। আমরা নিজেরাও সেজন্য গর্বিত। আগামীদিন, আরও একজন ভারতীয় যাচ্ছেন এই স্পেস স্টেশনে, তিনি সম্পূর্ণভাবে ভারতীয়। সেই সব কারণেই, ভারতীয় হিসেবে আজ আমাদেরও গর্বের দিন যে এই ঘটনায় আমাদেরও একটা বড় অংশ আছে। তাই এটা নিয়ে তো আমাদের ভাবতেই হবে।
অন্যতম পুজো উদ্যোক্তা তথা রাজ্যের বিজোপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, 'সুনীতাদের ফেরাকে আমরা নিজেদের থিমের মধ্যে দিয়ে উদযাপন করতে চাই। প্রাথমিক আলোচনাও সারা হয়েছে। বাকিটা পুজোর সময় মণ্ডপে এলেই দেখতে পাবেন।'