সংক্ষিপ্ত
সূত্রের খবর, রবিবার রাত এগারোটা নাগাদ পিকনিক গার্ডেন থেকে অ্যাপ বাইক বুক করেন সেই তরুণী।
খোদ কলকাতার বুকে এবার থাইল্যান্ডের তরুণীকে হেনস্থা। কাঠগড়ায় এক অ্যাপ বাইক চালক।
আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকের সুকান্তনগরে। ইতিমধ্যেই সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ওই তরুণী আদতে থাইল্যান্ডে থাকেন। তবে কর্মসূত্রে কয়েকবছর ধরেও কলকাতার সুকান্তনগরে থাকতেন তিনি।
সূত্রের খবর, রবিবার রাত এগারোটা নাগাদ পিকনিক গার্ডেন থেকে অ্যাপ বাইক বুক করেন সেই তরুণী। অ্যাপে ভাড়া দেখায় ৭২ টাকা। অভিযোগ, বাইকে ওঠার পর থেকেই তরুণীর সঙ্গে অশালীন আচরণ শুরু করে দেন চালক এবং কুপ্রস্তাব দেন।
আপত্তি জানিয়েও কোনও লাভ হয়নি। বিভিন্নভাবে সেই তরুণীকে উত্যক্ত করতে থাকেন চালক। এইভাবেই গন্তব্যে পৌঁছন তরুণী।
এরপর নির্যাতিতা জানান, বাড়ি থেকে একটু দূরে নামেন তিনি। বাইক থেকে থেকে নেমে তিনি চালকের সঙ্গে কোনও কথা না বলে, অ্যাপ অনুযায়ী ভাড়ার টাকা তিনি হেলমেটের মধ্যে রেখে বাড়ি ঢুকে যান। আর তারপরেই বচসায় জড়িয়ে পড়েন তারা।
সেই রাতেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানান ঐ তরুণী। সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় সেই অভিযুক্তকে। তবে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।
এইভাবে ইচ্ছের বিরুদ্ধে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়া, তাও আবার বাইক চালাতে চালাতে। জানা গেছে, রবিবার রাত এগারোটার সময় পিকনিক গার্ডেন থেকে অ্যাপ বাইক বুক করে বাড়ি ফেরার কথা ছিল তরুণীর। অ্যাপে ভাড়া দেখায় ৭২ টাকা। কিন্তু অভিযোগ উঠেছে যে, বাইকে ওঠার পর থেকেই তরুণীর সঙ্গে অশালীন আচরণ শুরুন অভিযুক্ত চালক এবং কুপ্রস্তাব দেন তরুণীকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।