
'জঙ্গি হানায় আর যেন কারও সিঁথির সিঁদুর না মোছে', কেন্দ্রকে ধন্যবাদ দিয়ে বললেন নিহত বিতানের স্ত্রী
মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলে ভারতের 'অপারেশন সিঁদুর'। কেন্দ্রকে ধন্যবাদ দিয়ে গিয়ে কেঁদে ফেললেন পহেলগাঁওয়ে নিহত বিতানের স্ত্রী সোহিনী অধিকারী।
মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলে ভারতের 'অপারেশন সিঁদুর'। কেন্দ্রকে ধন্যবাদ দিয়ে গিয়ে কেঁদে ফেললেন পহেলগাঁওয়ে নিহত বিতানের স্ত্রী সোহিনী অধিকারী। তিনি বললেন 'জঙ্গি হানায় আর যেন কারও সিঁথির সিঁদুর না মোছে'।